হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর খবরে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন লালমনিরহাটের আলুচাষি ও ব্যবসায়ীরা। আজ শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা আলুচাষি ও ব্যবসায়ীদের উদ্যোগে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কের মহেন্দ্র নগর বাজারের খান মার্কেট এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় ওই মহাসড়ক দিয়ে যাতায়াতকারী সব ধরনের যানবাহন মহেন্দ্র নগর খান মার্কেট এলাকার দুই পাশে আটকা পড়ে।

খবর পেয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী ও লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা আন্দোলনরত আলুচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, বিষয়টি নিয়ে আগামীকাল রোববার দুপুরে সংবাদমাধ্যমের উপস্থিতিতে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে হিমাগার মালিক সমিতি, আলুচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা হবে। আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে সমঝোতার আশ্বাস দেওয়া হলে মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। তিন ঘণ্টা পর ওই মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

লালমনিরহাট সদরের মহেন্দ্র নগরের মনোরম গ্রামের আলুচাষি শাহিনুর রহমান, আবু আসাদসহ কয়েকজন আলুচাষির সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর হিমাগারের মালিকেরা প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া চার টাকা নিয়েছিলেন। আলু হিমাগার থেকে বের করার সময় বস্তা ওজন করে ভাড়ার মূল্য আদায় করা হয়ে থাকে। বস্তায় থাকা পচা আলুও ওজন করা হয়। পচা আলু বাদ দেওয়ার পর আলু সংরক্ষণের ভাড়া এমনিতেই বেশি পড়ে। এ বছর হিমাগারের মালিকেরা ভাড়া দ্বিগুণ বৃদ্ধি করে আট টাকা করবেন বা করেছেন বলে শোনা যাচ্ছে। হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া দ্বিগুণ বৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আলোচনা করে সমঝোতা না হলে আবারও মানববন্ধনসহ সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

লালমনিরহাট জেলা হিমাগার মালিক সমিতির সভাপতি মো.

মোকছেদুর রহমান বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ হিমাগার মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হিমাগারে আলু সংরক্ষণের প্রতি কেজি ভাড়া এ বছর আট টাকা করার প্রস্তাব করা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি প্রকাশ হয়ে গেলে এ নিয়ে আলুচাষি ও ব্যবসায়ীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে তিনি স্বীকার করেন।

এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী ও লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী জানিয়েছেন, আন্দোলনরত আলুচাষি ও ব্যবসায়ীদের বোঝানো হয়েছে। সড়ক অবরোধ ও মানববন্ধন করে জনদুর্ভোগ সৃষ্টি না করে প্রশাসনের পক্ষ থেকে হিমাগার মালিক সমিতির সঙ্গে কথা বলে দাবির সুরাহার চেষ্টা করা হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ও ব যবস য় দ র আল চ ষ

এছাড়াও পড়ুন:

জাবিতে অবিলম্বে নির্মাণ কাজ শুরুর দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাণিতিক ও পদার্থবিদ্যা বিষয়ক অনুষদের ক্লাস, পরীক্ষা, ল্যাব ও গবেষণা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে অনুমোদিত ভবনের কাজ অবিলম্বে শুরুর দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তায় গণিত বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

গণিত বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব বলেন, “জাবি সৃষ্টির ৫০ বছরেও আমাদের বিভাগের ক্লাসরুম ও ল্যাব সংকট বিদ্যমান। একটা ল্যাবে ২৫ জনের বেশি ক্লাস করতে পারে না, বসতে পারে না। অথচ আমাদের প্রতিটা ব্যাচে ৮০ জন শিক্ষার্থী। আমরা আসলে এখান থেকে কি শিখব?”

আরো পড়ুন:

জাবিতে যুক্ত হলো আরো চারটি ইলেকট্রিক কার্ট 

গাছ কেটে ভবন নির্মাণের ব্যাখ্যা দিল জাবি প্রশাসন

তিনি বলেন, “ক্লাস রুমগুলো এত ছোট যে, এক বেঞ্চে ৫-৬ জন করে বসতে হয়। কেউ কেউ দাঁড়িয়েও থাকে। এটা কোনোভাবেই পড়াশোনার সুন্দর পরিবেশ হতে পারে না। আমরা চাই জাবির এ পুরনো বিভাগ কোনোকিছুর সংকট থাকবে না। শিক্ষার্থীরা সবকিছুর সুবিধা ঠিকঠাক উপভোগ করবে। তাই আমরা প্রশাসনকে বলতে চাই, যতদ্রুত সম্ভব আমাদের ভবনের কাজ শুরু করতে হবে।”

গণিত শিক্ষার্থী সংসদের ভিপি আবু রুম্মান বলেন, “চারটি বিভাগের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। তার মধ্যে গণিত বিভাগ একটি। সেই সূচনালগ্ন থেকেই গণিত বিভাগ সফলতার সঙ্গে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছে। এতদিন পেরিয়ে গেলেও এখনো আমরা ক্লাসরুম ও ল্যাব সংকটে ভুগছি। ছোট ছোট কিছু রুমে আমাদের গড়ে ৮০/৯০ জন শিক্ষার্থীকে ক্লাস করতে হচ্ছে।”

তিনি বলেন, “একটা ল্যাব পরীক্ষা শেষ করতে আমাদের ছয়-সাতদিন লেগে যায়। এত সমস্যার পরেও আমরা এতদিন চুপ ছিলাম। এখন আমাদের ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার কথা। কিন্তু একটি মহল আমাদের গাছ কাটার দোহাই দিয়ে ভবনের কাজ আটকানোর চেষ্টা করছে। আমি প্রশাসন বলতে চাই ৪৮ ঘণ্টার মধ্যে যদি আমাদের ভবনের কাজ শুরু না হয়, আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকব।

ঢাকা/আহসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • থানার পাশে অবৈধ বালুমহাল, ওসির প্রত্যাহার চাইলেন বিএনপি নেতা
  • রেজিস্ট্রারের অসদাচরণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মালয়েশিয়াসহ সব শ্রমবাজার দ্রুত খোলার দাবি জানাল বায়রা
  • ফেনীতে একাধিক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ
  • রাতে বালুর ট্রাকের টাকা গুনে নিচ্ছে পুলিশ
  • প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, স্কুলে তালা
  • গুম শিক্ষার্থীদের ফেরত দাবি জবি হিউম্যান রাইটস সোসাইটির
  • রাসূল (সা.)-কে নিয়ে কটুক্তিকারী ইবি কর্মকর্তার বহিষ্কার দাবি
  • ফটো জার্নালিস্টদের জন্য বরাদ্দ ভবনের একাংশ অবৈধ দখলের প্রতিবাদ
  • জাবিতে অবিলম্বে নির্মাণ কাজ শুরুর দাবি