আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকোতে কি নেইমার খেলবেন
Published: 1st, March 2025 GMT
লম্বা সময়ের বিরতির পর এই মাসে ফের মাঠে গড়াবে ফুটবলের আন্তর্জাতিক লড়াই। সেই লড়াইয়ের অংশ হিসেবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দলগুলো। যেখানে সবচেয়ে বেশি চোখ থাকবে ২৬ মার্চ বুধবার ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচের দিকে। সুপার ক্লাসিকোর এই ম্যাচ ঘিরে উত্তাপ এরই মধ্যে দানা বাঁধতে শুরু করেছে।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম লেগের ম্যাচে মারাকানায় আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেই হারের কারণে এই ম্যাচ নিয়ে নিশ্চিতভাবেই চাপে থাকবে ব্রাজিল। এটি তাদের জন্য প্রতিশোধের ম্যাচও বটে। এই ম্যাচের আগে আরও একটি বিষয় জোরেশোরে আলোচিত হচ্ছে। এই ম্যাচে ব্রাজিলের সেরা তারকা নেইমারকে দেখা যাবে তো?
২০২৩ সালের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোটে পড়েন নেইমার। এরপর জাতীয় দলে আর ফেরা হয়নি তাঁর। এবার বিশ্বকাপ বাছাইয়ের দলে ডাক পেলে সেটি হবে প্রায় দেড় বছর পর তাঁর দলে ফেরা। শেষ পর্যন্ত তিনি ফিরলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠবেন নেইমারই।
আরও পড়ুনমেসিকে পেনাল্টি নেওয়া শিখিয়েছিলেন নেইমার২৮ ফেব্রুয়ারি ২০২৫চোট কিংবা অন্য কোনো নাটকীয়তা না হলে নেইমারের ফেরা অনেকটাই নিশ্চিত। এর মধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) দেওয়া ৫২ জনের প্রাথমিক তালিকায় রাখা হয়েছে তাঁকে। তবে চূড়ান্ত ঘোষণার সময় এই দল নামিয়ে আনা হবে ২৩ জনে, আর এই দলটি ঘোষণা করা হবে ৮ মার্চ।
লিওনেল মেসি ও নেইমার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন এই ম য চ
এছাড়াও পড়ুন:
সেন্ট্রাল ফার্মার ব্যবসা পরিচালনা নিয়ে নিরীক্ষকের শঙ্কা
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবসা পরিচালনা করা বা টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। এ কোম্পানির ২০২৩-২০২৪ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ শঙ্কার কথা জানানো হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষক জানিয়েছেন, ২০২৩-২০২৪ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পুঞ্জীভূত লোকসান বেড়ে দাঁড়িয়েছে ১০৮ কোটি ৫৪ লাখ টাকায়। কোম্পানি কর্তৃপক্ষ নতুন অর্থের সংস্থানে ব্যর্থ এবং তারা ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না।
এছাড়া সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাওনা পরিশোধ করতে পারেনি। এ কোম্পানির পণ্য বিক্রি বাড়ছে না। বিক্রি মূল্যের চেয়ে উৎপাদন খরচ বেড়েছে। উৎপাদন লাইনে সীমাবদ্ধতা আছে। কোম্পানিটির ড্রাগ সনদ নবায়ন করা হয়নি। এসব সমস্যার কারণে এ কোম্পানির ব্যবসা পরিচালনা বা টিকে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা বা পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৯২.৩৩ শতাংশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) লেনদেন শেষে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৩.৩০ টাকায়।
ঢাকা/এনটি/রফিক