নিত্যপণ্যের দাম গতবারের তুলনার সহনীয় রয়েছে: প্রেস সচিব
Published: 1st, March 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেশিরভাগ নিত্যপণ্যের দাম গতবারের তুলনার এবার সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রোজার মাসে দাম যাতে সহনীয় থাকে সেদিকে লক্ষ্য রাখবে সরকার।
শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, সবার সম্মিলিত চেষ্টায় অনেক পণ্যের দামই সহনীয় পর্যায়ে এসেছে। যোগান স্বাভাবিক হলে সামনে দাম আরও কমবে। সয়াবিন তেলের মূল্য নিয়ে ব্যাপক তদারকি হচ্ছে। এই মাসে মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ দেয়া হয়েছে। বিএনপি হয়তো একটা নির্দিষ্ট তারিখ চাচ্ছে। এ সময় ঐকমত্য সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ খুব শিগগিরই শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পিরোজপুরে বাস রিকুজিশনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি এবং আহতদের পরিবারের দাবি প্রেক্ষিতে ৫টি বাস রিকুজিশন দেয়া হয় বলে ডিসি জানিয়েছেন। সেখানে ডিসির পক্ষ থেকে কোনো খরচ দেয়া হয়নি।
এ সময় উপ প্রেস সচিব আজাদ মজুমদার পাবনার গণডাকাতি প্রসঙ্গে বলেন, সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে বলা হয়েছে। এটি নিয়ে মিডিয়ায় যেভাবে সংবাদ এসেছে তা অতিরঞ্জিত। একটি মাইক্রোবাস, একটি সিএনজি ও একটি মোটরসাইকেলে ডাকাতি হয়েছে। এ সময় প্রকৃত তথ্য দিয়ে গণমাধ্যম সহযোগীতা করলে ব্যবস্থা নিতে সুবিধা হয় বলেও মন্তব্য করেন তিনি।
এম জি
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
মাইক্রোবাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ ৩ ভ্যান যাত্রী নিহত
মেহেরপুরে ঈদের দিন সোমবার বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। সন্ধ্যায় পৌর শহরের কাছে আহাম্মদ আলী টেকনিক্যাল কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার উজুলপুর গ্রামের হাসানুজ্জামান মোল্লার ছেলে অগ্রণী ব্যাংক অফিসার আক্তারুজ্জান শোভন (২৭), ভ্যানচালক হাসান আলীর ছেলে শিশু যোবায়ের হোসেন (১০) ও সদর উপজলোর বাড়িবাকা গ্রামের মোখলছেুর রহমানের ছেলে আল ইমরান।
আক্তারুজ্জামন ঘটনাস্থলেই মারা যান। শিশু যোবায়ের হোসেন ও আল ইমরানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যান। আহতরা হলো, গাংনী উপজেলার ধানখোলা গ্রামের নবিছদ্দিনের ছেলে ভ্যানচালক হাসান আলী ও মাইক্রোচালক গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সাজ্জাদ হোসেন পলাশ।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে যোবায়ের ও আল ইমরানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তারা মারা যান।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রোবাস আমঝুপি এলাকা থেকে বেপরোয়া গতিতে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ভ্যানে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলের সঙ্গ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। মাইক্রোবাস চালক হাসপাতালে ভর্তি আছে। তার ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটসেন দেখা হবে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।