পবিত্র মাহে রমজানে অন্যতম একটি অনুষঙ্গ হলো ইফতার। রমজান মাসজুড়েই নানা স্বাদের বাহারি রেসিপি লক্ষ করা যায়। সেগুলোর মধ্যে ডেজার্ট অন্যতম। কর্মব্যস্ত দিনের শেষে ইফতারের সময় ‘খুশি’র মাত্রা বাড়িয়ে দিতে আগামীকাল থেকে প্রচার শুরু হচ্ছে ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’।
অনুষ্ঠানটির প্রতি পর্বেই ফ্রেশ ইন্সট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি একটি অবাক করা রেসিপি দেখানো হবে। দ্বিতীয়বারের মতো এ আয়োজনের সহযোগিতায় রয়েছে প্রথম আলো ডটকম।
৩০ পর্বে নির্মিত ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা। রেসিপিগুলো তৈরি করছেন হোটেল ওয়েস্টিন ও শেরাটনের ক্লাস্টার এক্সিকিউটিভ প্যাস্ট্রি শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর। বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনয়শিল্পী তানজিম সাইয়ারা তটিনী, পারসা ইভানা, সারিকা সাবাহ; সংগীতশিল্পী ইমরান মাহমুদুল এবং ‘মাহিম মেক’খ্যাত ফুড–ভ্লগার মাহিম আহমেদ।

আয়োজনে ভিন্নমাত্রা যোগ করতে অনুষ্ঠানে রাখা হয়েছে দর্শকের অংশগ্রহণ। প্রতি পর্ব শেষে থাকবে একটি কুইজ, পর্বটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে উত্তর দিতে হবে কমেন্ট বক্সে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতি দশ পর্ব শেষে ভাগ্যবান পাঁচজন বিজয়ী পাবেন ফ্রেশের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। মেগা বিজয়ী পাবেন ‘আইফোন–১৬’।

আইফোন জিততে হলে অনুষ্ঠানের প্রতিটি পর্বের সঠিক উত্তর দিতে হবে কমেন্টে এবং পর্বগুলো নিজ ফেসবুক প্রোফাইলে ‘পাবলিক’ করে শেয়ার করতে হবে। শেয়ারকারী এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে মেগা বিজয়ী নির্ধারণ করা হবে। বিজয়ীদের সঙ্গে যোগাযোগ করা হবে মেসেঞ্জারে। বিজয়ী নির্বাচন এবং ক্যাম্পেইন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানটি রমজান মাসের প্রথম দিন থেকে প্রতিদিন বেলা ৩টা ৫৫ মিনিট থেকে দেশের প্রথম সারির আটটি টেলিভিশন চ্যানেলে এবং বিকেল চারটায় প্রচারিত হবে প্রথম আলো ডটকম, প্রথম আলো ও ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন প রথম

এছাড়াও পড়ুন:

ইসলামিক জ্ঞান চর্চার নতুন দ্বার মুসলিম সেবা ডটকম

ইসলামিক জ্ঞান চর্চা ও ধর্মীয় জীবনযাপনকে আরো সহজ এবং প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করতে মুসলিম সেবা ডটকম সম্প্রতি তাদের নতুন ইসলামিক ওয়েবসাইট উন্মোচন করেছে। ডিজিটাল যুগে মুসলিমদের জন্য উপযোগী এই অ্যাপটি আধুনিক প্রযুক্তির সাহায্যে ইসলামিক শিক্ষা, নামাজের সময়সূচি, দোয়া ও যিকিরসহ গুরুত্বপূর্ণ ইসলামিক তথ্যে সমৃদ্ধ।

বর্তমানে প্রযুক্তির অগ্রগতির ফলে ইসলামের সঠিক জ্ঞান ও ধর্মীয় অনুশীলন সহজতর হয়েছে। অনলাইনে কুরআন পাঠ করা, নামাজের সময়সূচি জানা, এবং ইসলামিক প্রশ্নোত্তর পাওয়া এখন অনেক বেশি সহজ। মুসলিম সেবা ডটকমের এই নতুন অ্যাপটি মূলত সেই সুবিধাগুলোকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, যা মুসলিমদের দৈনন্দিন ধর্মীয় কার্যাবলীকে সহজ করবে।

মুসলিম সেবা ডটকম-এর প্রধান সেবা
বিশুদ্ধ ইসলামিক কন্টেন্ট-নির্ভরযোগ্য এবং প্রামাণিক ইসলামিক তথ্য ও শিক্ষামূলক কন্টেন্ট। সহীহ কুরআন ও হাদিস নির্ভুল তাফসীর ও ব্যাখ্যা-ইসলামিক বই ও অডিও বিশেষজ্ঞ আলেমদের রচিত গ্রন্থ। অডিও-ভিডিও কন্টেন্ট ১১৪টি সূরার তেলাওয়াত, দোয়া ও জিকির। ইসলামিক সফটওয়্যার-ইসলামিক জীবনযাপন সহজ করতে প্রযুক্তিগত সমাধান। আল-কুরআন অ্যাপ ১১৪টি সূরার শানে নুযূল, বাংলা উচ্চারণ, অর্থ ও তাফসীর। হাদিস ও তাফসীর সফটওয়্যার  সহীহ হাদিস ও ব্যাখ্যা সহজে পড়ার সুযোগ। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-এর বই সমূহ পাওয়া যাবে অ্যাপে।ইসলামী শিক্ষকদের তত্ত্বাবধানে মানসম্মত কোর্স কার যাবে। আরবি ভাষা ও কুরআন শিক্ষা কোর্স ঘরে বসেই শেখার সুযোগ আছে। পুরুষদের জন্য পুরুষ শিক্ষক, নারীদের জন্য মহিলা শিক্ষিকা রয়েছে। এই অ্যাপে রয়েছে হালাল চাকরির সুযোগ ও তথ্য সরবরাহ।

মুসলিম সেবা ডটকম বিশেষভাবে মুসলিমদের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ইসলামিক তথ্য ও শিক্ষা পেতে পারেন। এটি বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য সহায়ক হবে, যারা প্রযুক্তির সঙ্গে অভ্যস্ত এবং স্মার্টফোনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

মুসলিম সেবা ডটকম উন্মোচনের পর থেকেই ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মোহাম্মদ রাসেল নামে একজন ব্যবহারকারী বলেন, “এই অ্যাপটি আমার জন্য অত্যন্ত দরকারি হয়েছে। এখন আমি যেকোনো সময় কুরআন পড়তে পারি, দোয়া ও যিকির পড়তে পারি, এমনকি নামাজের সময়সূচিও জানতে পারি।”

শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, “আমি ইসলামিক কোর্সে খুবই আগ্রহী। মুসলিম সেবা অ্যাপে এমন অনেক তথ্যসমৃদ্ধ ইসলামিক কোর্স রয়েছে, যা আমার ইসলামিক জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করছে।”

মুসলিম সেবা ডটকম-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক বলেন, “আমাদের লক্ষ্য ছিল এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা, যা মুসলিমদের ধর্মীয় চর্চায় সহায়তা করবে। আধুনিক প্রযুক্তির সুবিধা নিয়ে আমরা ইসলামিক শিক্ষা ও সেবা আরও সহজলভ্য করার চেষ্টা করছি। এই অ্যাপটি মুসলিম সমাজের জন্য একটি মূল্যবান সংযোজন হবে বলে আমরা আশাবাদী।”

ইসলামিক জ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে তৈরি মুসলিম সেবা ওয়েবসাইট মুসলিমদের দৈনন্দিন জীবনযাপন সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.muslimseba.com।

ঢাকা/তৌহিদ/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • ইসলামিক জ্ঞান চর্চার নতুন দ্বার মুসলিম সেবা ডটকম