তামিমের সতর্ক বার্তা: প্রত্যেক ক্রিকেটার যেন পুরো টাকা পায়
Published: 1st, March 2025 GMT
বিকেল নাগাদ তামিম ইকবালসহ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ১২টি ক্লাবের অধিনায়কদের পদচারণায় মুখরিত হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা। এমন আয়োজন ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।
শনিবার (১ মার্চ) বিকেলে ঢাকা লিগের ট্রফি উন্মোচনের আয়োজন করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিস। বিকাল ৪টার দিকে মাঠে হাজির ১২ দলের ১২ অধিনায়ক। সবার পরনে ক্লাবের জার্সি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম মেতেছিলেন খুনসুটিতে। সবার উপস্থিতিতে হয় ট্রফি উন্মোচন।
তবে গণমাধ্যমের মুখোমুখি হতেই তামিম হয়ে যান সিরিয়াস। ক্রিকেটার পাওনা নিয়ে সরব এই তারকা ক্রিকেটার। ৩ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের আসর। তার একদিন আগে যেন কড়া বার্তা দিয়ে দিলেন তামিম। স্পষ্টভাবে বলে দিয়েছেন তার প্রধান প্রায়োরিটি ক্রিকেটারদের পাওনা।
আরো পড়ুন:
প্রিমিয়ার লিগে মোস্তাফিজের অনাগ্রহ কেন?
ম্যানসিটিতে ‘নতুন মেসি’ নিয়ে আসলেন গার্দিওলা
“খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক-এগুলো সব ঠিক আছে। প্লেয়ার্স পেমেন্টটা যেন সব ক্লাব নিশ্চিত করে-যে প্রত্যেকটা প্লেয়ার পেমেন্ট পাচ্ছে।এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা জানি আমাদের দেশের পরিস্থিতিটা একটু ভিন্ন।”
পাওনা নিয়ে কোয়াবের সঙ্গে গতকাল শুক্রবার বৈঠক করেন ক্রিকেটাররা। প্রতিবারই পাওনা না দেওয়া নিয়ে একটা ইস্যু থাকে। ঠিকঠাকভাবে শুরু হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রিকেটারদের সরব হতে দেখা যায়। তবে এবার আগে থেকেই সতর্ক ক্রিকেটাররা।
আজ ট্রফি উন্মোচন ছাড়াও আম্পায়ারদের ব্রিফ করে আম্পায়ার্স কমিটি। কারণ এই লিগে আম্পায়ারদের মান নিয়ে বারবার প্রশ্ন ওঠে। তামিমের কাছেও ঢাকা লিগের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ছুটে যায়। এই উত্তর দিতে গিয়েও মোহামেডান অধিনায়ক টেনেছেন পাওনার কথা।
“আম্পায়ারিং নিয়ে যে সব অভিযোগ থাকে সেগুলো বোর্ড টেককেয়ার করুক, ভালোভাবে আমরা টুর্নামেন্টটা শেষ করি। আবারও বললাম আমার মেইন প্রায়োরিটি প্লেয়াররা যেন পুরো পেমেন্ট পায়।”
সবশেষ বিপিএলে ক্রিকেটারদের পাওনা নিয়ে ভুগতে হয়েছে। তামিমের এটা অজানা নয়। আর ঢাকা লিগে বকেয়া যেন অলিখিত নিয়ম।
তামিম বলেন, “বিপিএল বলেন, ডিপিএল বলেন ক্রিকেটাররা আর্থিকভাবে অনেক ভুগেছে। আমি আশা করব ক্লাবগুলো যে কমিটমেন্ট করেছে, এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেন প্রত্যেকটা খেলোয়াড় পায়- এটাই আমার জন্য মূল প্রায়োরিটি। দেন অবশ্যই ক্রিকেটটা ভালো হোক।”
টুর্নামেন্ট শুরুর আগে প্রায় সব ক্লাবই চুক্তি অনুযায়ী টাকা কাটছাঁটের বার্তা দেয়। দেশের পরিস্থিতি বিবেচনায় প্রায় সকলেই মেনে নিয়েছেন।তবে ব্যতিক্রম ছিলেন আফিফ হোসেন। আবাহনীর সঙ্গে চুক্তির পরও তিনি পরবর্তীতে যান লিজেন্ডস অব রূপগঞ্জে। একই কারণে লিটন দাস কোন ক্লাবে খেলবেন এখন পর্যন্ত অজানা।
ঢাকা/রিয়াদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
বিস্তারিত আসছে…
ঢাকা/হাসান/ইভা