নোয়াখালীতে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ
Published: 1st, March 2025 GMT
নোয়াখালী জেলা শহরে স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে তিন দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকায় একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত মাসুদ আলম (২৬) জেলার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ গ্রামের শহরবাড়ীর গিয়াস উদ্দিনের ছেলে। ভিকটিম জেলা শহরের একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
ভিকটিমের মা অভিযোগ করে বলেন, “গত ২৬ ফেব্রুয়ারি আমার মেয়ে প্রতিদিনের মতো স্কুলে যায়। কিন্তু ছুটির পরও সময় মতো বাসায় না আসায় আমি স্কুলে গিয়ে না পেয়ে আত্মীয়-স্বজনের বাসা-বাড়িতে খুঁজে পাইনি। পরে ২৭ ফেব্রুয়ারি সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি করি।”
আরো পড়ুন:
সেনাবাহিনীর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করার অভিযোগ
রাবিতে অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ
“এরপর ২৮ ফেব্রুয়ারি ভোরে কে বা কারা আমার মেয়েকে জেলা শহরের হাউজিং বালুর মাঠে ফেলে যায়। নৈশপ্রহরীরা দেখতে পেয়ে তাকে আমাদের বাসার গেটের সামনে আনলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তাকে খুবই বিধ্বস্ত অবস্থায় আমরা পাই। তার সারা শরীরে ক্ষতের আঘাত রয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।”
ভিকটিমের বড় বোন বলেন, “ভোরে বাসার দারোয়ান আমাদেরকে ডাক দিয়ে তুললে আমরা নীচে গিয়ে দেখতে পাই, আমার ছোট বোন অজ্ঞান অবস্থায় গেটের সামনে পড়ে আছে। পরে আমরা বিষয়টি পুলিশকে জানালে তারা দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলে।”
এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে গেলে তত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার কাউকে পাওয়া যায়নি।
সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, “ভিকটিমের মায়ের ডায়েরির পরিপ্রেক্ষিতে আমরা অপরাধী মাসুদকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ভিকটিম বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেলে ভর্তি রয়েছে।”
নোয়াখালী/সুজন/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পুতিনের ওপর কেন ‘রেগে’ আছেন ট্রাম্প, পরিণাম কী হতে পারে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বিরক্ত’। আর পুতিন যদি ইউক্রেনে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হন, তাহলে তিনি রাশিয়ার বিক্রি করা জ্বালানি তেলের ওপর অতিরিক্ত আর্থিক দণ্ড আরোপ করবেন।
গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ট্রাম্প। তারপর থেকে ইউক্রেনে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থামানোর চেষ্টা করছেন তিনি। এ নিয়ে মস্কোর সঙ্গে আলোচনাও করেছেন। তবে রোববারের বক্তব্যের মধ্য দিয়ে রাশিয়াকে নিয়ে নিজের সুরে বড় বদল আনলেন ট্রাম্প।
পুতিনকে নিয়ে ট্রাম্প কী বলেছেনরোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে একটি সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলেন, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈধতা নিয়ে পুতিন যে মন্তব্য করেছেন, তাতে রুশ প্রেসিডেন্টের ওপর ‘খুবই রাগান্বিত ও বিরক্ত’ হয়েছেন তিনি।
ওই সাক্ষাৎকারে জেলেনস্কির পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেনের নেতা হিসেবে জেলেনস্কিকে সরানোর যে কোনো পদক্ষেপ যুদ্ধবিরতির সম্ভাবনাকে নিশ্চিতভাবে বিলম্বিত করবে।
তবে ট্রাম্প এ-ও বলেন, পুতিন জানেন যে মার্কিন প্রেসিডেন্ট তাঁর ওপর রেগে আছেন। এ ছাড়া রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ‘খুব ভালো একটি সম্পর্ক’ রয়েছে। তিনি যদি সঠিক কাজটি করেন, তাহলে রাগ দ্রুত প্রশমিত হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প