রমজানে বিকাশে কেনাকাটা করলেই মিলবে ছাড়
Published: 1st, March 2025 GMT
এবারও পুরো রমজান মাস ও ঈদের কেনাকাটায় দেশের শীর্ষ সুপারস্টোরগুলোয় বিকাশে লেনদেন করলে মিলছে ছাড়। সুপারস্টোর ভেদে ‘আরটু’ এবং ‘আরথ্রি’ উভয় কুপন ব্যবহার করে বিকাশে বিল পরিশোধে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পাবেন একজন গ্রাহক। যা গত ২০ ফেব্রুয়ারি শুরু হয়েছে, চলবে ঈদের দিন পর্যন্ত। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ।
এতে জানানো হয়েছে, সুপারস্টোরগুলোয় কেনাকাটা শেষে বিকাশ অ্যাপে আরটু কুপন কোড যোগ করে ন্যূনতম দেড় হাজার টাকা পরিশোধ করলেই গ্রাহক পাচ্ছেন ৫০ টাকা ছাড়। এ প্রক্রিয়ায় একজন গ্রাহক দিনে একবার এবং অফার চলাকালীন তিনবারে ৫০ টাকা করে মোট ১৫০ টাকা ছাড় পাবেন। বিকাশ অ্যাপে আরটু কুপন যোগ করে ন্যূনতম দেড় হাজার টাকা বিকাশে পরিশোধে ৫০ টাকা তাৎক্ষণিক ছাড় পাওয়া যাচ্ছে মীনা বাজার, ইউনিমার্ট, ডেইলি শপিং, আগোরা, প্রিন্স বাজার, বেঙ্গল মিট, হোলসেল ক্লাব, আপন ফ্যামিলি মার্টসহ আরও বেশ কয়েকটি সুপারস্টোরে।
এদিকে সুপারস্টোর ব্র্যান্ড স্বপ্ন–এর বিভিন্ন আউটলেটে আরথ্রি কুপন ব্যবহার করে ন্যূনতম এক হাজার টাকা বিকাশে পরিশোধে দিনে একবার ৫০ টাকা এবং অফার চলাকালীন তিনবারে সর্বোচ্চ ১৫০ টাকা তাৎক্ষণিক ছাড় মিলছে।
কুপন কোড যোগ করে বিকাশ অ্যাপ, কিউআর কোড এবং বিকাশ বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকেরা এই ছাড় উপভোগ করতে পারছেন। উভয় কর্মসূচির ক্ষেত্রেই ছাড়ের মেয়াদ থাকবে ১ এপ্রিল পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টাকা পরিশোধের সময় গ্রাহকেরা বিকাশ অ্যাপের ‘পেমেন্ট’ সেকশনের কুপন বা প্রোমোকোড অপশন থেকে কুপন যোগ করে নিতে পারবেন। আবার অ্যাপের মেন্যু থেকেও কুপন আইকনে ট্যাপ করেও কোডটি যোগ করা যাবে। সুপারস্টোরভেদে আরটু এবং আরথ্রি কুপনের প্রতিটি একই দিনে একবার করে ব্যবহার করা যাবে। নতুন কুপন ব্যবহার করার জন্য পূর্বের অব্যবহৃত কুপনটি আগে ব্যবহার করতে হবে। একটি কুপন শুধু একটি পেমেন্টের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর য গ কর গ র হক ৫০ ট ক পর শ ধ
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাই, ‘গণপিটুনিতে’ নিহত ১
মুন্সীগঞ্জের শ্রীনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের সময় গণপিটুনিতে জহির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
শনিবার (২৯ মার্চ) সকালে উপজেলার তন্তর এলাকায় ঘটনাটি ঘটে।
শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, আজ ভোরে তন্তর এলাকায়ে মহসিন মিয়ার (৪২) অটোরিকশায় যাত্রীবেসে ওঠেন চারজন। মাঝপথে মহাসিন মিয়ার গলায় ছুরি চালিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যান একজন। এ সময় অটোরিকশা চালকের চিৎকারে আশপাশের লোকজন বাকি তিনজনকে ধরে গণপিটুনি দেয়।
আরো পড়ুন:
ভিক্ষুককে যৌন নিপীড়নের অভিযোগে গণধোলাই
কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিনে উঠতে নিষেধ করায় চালককে মারধর
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অটোরিকশা চালকসহ তিন অভিযুক্তকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সকাল সাড়ে ১১ টার দিকে একজনের মৃত্যু হয়। নিহত জহির মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ঢাকা/রতন/মাসুদ