বাংলাদেশ স্কাউটসকে আরও গতিশীল, আত্মনির্ভরশীল করে তোলার তাগিদ দিয়েছেন বিভিন্ন দপ্তরের প্রধানরা। স্কাউট আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
শনিবার কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের শামস হলে রোভার অঞ্চলের ১৫২তম নির্বাহী কমিটির সভায় এ আহ্বান জানান দেশের বিভিন্ন দপ্তরের প্রধানরা।
ঢাকায় রোভার অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.
সভায় ১১টি আলোচ্যসূচিতে আলোচনা ও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় অংশগ্রহণ করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম তার বক্তব্যে স্কাউট আন্দোলনকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ্ বলেন, স্কাউট আন্দোলনে তরুণ সমাজ নাগরিক হিসেবে গড়ে উঠছে।
মহাপরিচালক ও কমিশনার প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান তার বক্তব্যে রোভার কার্যক্রমকে গতিশীল রাখার ব্যাপারে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং রোভার স্কাউটকে আত্মনির্ভরশীলতার ব্যাপারে তাগিদসহ কর্মমুখী শিক্ষা, কর্মময় জীবন স্লোগান ধারণ করে স্কাউটিংকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।
নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।