দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের কর্মীদের নিয়ে এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, ২০২৫ এর ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পূর্বাচলে ফাইনাল ম্যাচে সামস স্টাইলিং ওয়্যারস লিমিটেডের টিম সামস ওয়ারিয়রসের মুখোমুখি হয় সিভিল ইঞ্জিনিয়ার্স ওভেন লিমিটেড ও সিভিল ইঞ্জিনিয়ার্স ওয়াশ লিমিটেডের দল টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস। সামস ওয়ারিয়রসকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস। 

আগে ব্যাট করতে নেমে সামস ওয়ারিয়রস নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩৬ রান করে। জবাবে ৩ ওভার হাতে রেখে ইমরান হোসেনের ম্যাচসেরা ৭৮ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় টিসিই ডব্লিউ ডব্লিউ গ্ল্যাডিয়েটরস। টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসিফ। টুর্নামেন্টে সবচেয়ে সুশৃঙ্খল দল হিসেবে ফেয়ার প্লে ট্রফি অর্জন করে রয়েল মাওনা টিম। 

চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসনাত মোশাররফ, পরিচালক হোসনে আরা বেগম, হাসিব মোশাররফ, ফাহিম মোশাররফ ও এইচ টি এম কাদের নেওয়াজ। 

অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের কর্মকর্তারা বলেন, গার্মেন্টস শিল্পের কর্মীরা তাদের মেধা ও শ্রমে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত মজবুত করছে। স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপ সব সময় কর্মীদের উৎসাহ দিয়ে থাকে। কর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়ানোর জন্য নিয়মিতই খেলাধুলা, পিকনিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের আয়োজন চলছে।

এসজিএমএইচ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর এবারের আসরে স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপে কর্মরত বিভিন্ন কারখানার কর্মীদের ১০টি দল অংশ নেয়।

ঢাকা/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ম দ র ম শ ররফ র কর ম অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

এক ঝলক (২৮ ফেব্রুয়ারি ২০২৫)

ছবি: মংহাইসিং মারমা

সম্পর্কিত নিবন্ধ

  • ট্রিপ অ্যাডভাইজারের দৃষ্টিতে, ২০২৫ সালে বিশ্বের সেরা যে ১০ সমুদ্রসৈকত
  • জুলাই অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন ক্যালিওগ্রাফি শিল্পীরাও
  • ঐতিহ্য ও আভিজাত্যে মোড়া ‘লা রিভ’র ঈদ কালেকশন 
  • দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের নেতৃত্বে কে?
  • ‘আক্ষেপ’ নিয়ে শেষ বইমেলা
  • আজ টিভিতে যা দেখবেন (১ মার্চ ২০২৫)
  • সিদ্ধিরগঞ্জে থানা যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন সুস্থ জাতি গঠনে সহায়তা করবে
  • এক ঝলক (২৮ ফেব্রুয়ারি ২০২৫)