পেরেক-গাঁথা কাঠ দিয়ে পেটানো হয় দুজনকে
Published: 1st, March 2025 GMT
অস্ত্রের মুখে দুজনকে অপহরণের পর নিয়ে যাওয়া হয় গহিন পাহাড়ে। এরপর সেখানে তাঁদের পেরেক-গাঁথা কাঠ দিয়ে পেটানো হয়। অপহরণকারীরা সেই নির্যাতনের ভিডিও আবার পাঠিয়েছেন অপহৃতদের পরিবারের কাছে। কক্সবাজারের টেকনাফে ঘটেছে এমন ঘটনা।
নির্যাতনের শিকার দুজনের নাম আহমদ উল্লাহ (৪৮) ও জসিম উদ্দিন (১৮)। গতকাল শুক্রবার বিকেলে দুজন অপহরণকারীদের কাছ থেকে ছাড়া পান। তাঁদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরার পাহাড়ি এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়। দুজন ওই এলাকারই বাসিন্দা।
ওই দুই ব্যক্তি অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে তাঁদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মুক্তিপণ আদায় করার বিষয়ে তাঁরা অবহিত নন।
ভুক্তভোগী আহমদ উল্লাহ প্রথম আলোকে মুঠোফোনে বলেন, পাহাড়ে গরু চরাতে গিয়ে তাঁরা দুজন অপহরণের শিকার হন। অপহরণকারীরা চার দিন তাঁদের পানি ছাড়া কিছুই খেতে দেননি। দফায় দফায় তাঁদের ওপর নির্যাতন চালানো হয়েছে। সেই নির্যাতনের ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুজন অপহৃত হওয়ার পর গত বুধবার তাঁদের স্বজনদের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ৭ লাখ টাকা মুক্তিপণ আদায় করে দুজনকে ছাড়া হয়েছে। তাঁদের মধ্যে আহমদ উল্লাহর স্বজনেরা ৬ লাখ টাকা দেন। জসিম উদ্দিনের স্বজনেরা ১ লাখ টাকা মুক্তিপণ দেন। তবে মুক্তিপণের টাকা কোথায়, কীভাবে দেওয়া হয়েছে এসব বিষয়ে কোনো তথ্য স্বজনেরা জানাননি।
রফিকুল ইসলাম আরও বলেন, মুক্তিপণ আদায়ের পর অপহৃত দুজনকে জাহাজপুরার পাহাড়ি এলাকায় ছেড়ে দেওয়া হয়। তাঁদের সারা শরীরে নির্যাতনের জখম ছিল। পরিবারের সদস্যরা তাঁদের হাসপাতালে নিয়ে যান।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, মুক্তিপণ আদায়ের বিষয়ে পুলিশ অবহিত নয়। তবে অপহৃত দুই কৃষকের ফিরে আসার কথা স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে শুনেছেন। ঘটনার বিষয়ে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অপহরণক র পর ব র র ন অপহ দ জনক অপহ ত
এছাড়াও পড়ুন:
মানিকছড়িতে মোবাইল টাওয়ারের দুই টেকনিশিয়ানকে অপহরণের অভিযোগ
খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি মোবাইল কোম্পানি রবির দুই টেকনিশিয়ানকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলা সদরের ময়ূরখীল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত দু’জন হলেন- মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)।
মানিকছড়িতে রবি টাওয়ার দেখাশোনার দায়িত্বে থাকা মাঠকর্মী মংথুই মারমা বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অচল টাওয়ার মেরামতের কাজ চলছিল। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী গচ্ছাবিল এলাকা থেকে ফিরে এসে দেখি দুই টেকনিশিয়ান নেই। তাদের মোবাইল ফোনেও পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, তাদের কেউ অপহরণ করেছে নাকি ঘটনাস্থল থেকে নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে আমি কিছু জানি না।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, দুই টেকনিশিয়ান নিখোঁজের ঘটনায় জিডি করেছেন মংথুই মারমা। আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।