সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ইংরেজি শেখার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মসূচি চলে। প্রশিক্ষণ কর্মসূচির আয়োজক হিসেবে ছিলেন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ইংলিশ স্কলার্স হান্ট’।

আয়োজকেরা জানান, সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইংলিশ স্কলার্স হান্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো.

শহিদুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক জহির বিন আলম প্রমুখ।

আরও পড়ুনচায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ, প্রয়োজন নেই আইইএলটিএস২৪ ফেব্রুয়ারি ২০২৫

আয়োজকেরা বলেন, দিনব্যাপী এই প্রশিক্ষণে পাঁচটি পর্ব ছিল। এর মধ্যে লিসেনিং ও পাবলিক স্পিকিং সেশন পরিচালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমান টিটু, রিডিং সেশন নেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবা রহমান, স্পিকিং স্কিলস সেশন নেন সিলেটের আর্মি ইনস্টিটিউট অব বিজনেসের প্রভাষক মো. উদয় রহমান, ইংরেজি ব্যাকরণের সেশন পরিচালনা করেন ইংলিশ স্কলার্স হান্টের প্রতিষ্ঠাতা নাবিলা মেহেজাবীন ও রাইটিং সেশন পরিচালনা করেন স্কাইলার্ক ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা তাহিয়া তালবিয়া মিম।

দিনব্যাপী পাঁচটি সেশনে ইংরেজি শেখার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ স কল র

এছাড়াও পড়ুন:

দেড় লাখ টাকার নিচে নামল সোনার ভরি

দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা দাম কমানো হয়েছে। এর ফলে দেড় লাখ টাকার নিচে নেমে এসেছে সোনার ভরি। দাম কমানোর পরে ভালো মানের এক ভরি তথা ২২ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। আগামীকাল রোববার থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে প্রতি ভরি সোনার দাম কমে হয় ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা। এর আগে ২০ ফেব্রুয়ারি সোনার দাম বাড়িয়ে প্রতি ভরি ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা করা হয়েছিল। দেশের বাজারে সেটিই ছিল সোনার এ যাবৎকালের সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী আগামীকাল রোববার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ২১ হাজার ৩৭৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হবে ৯৯ হাজার ৮৯১ টাকা।

আজ শনিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৪ হাজার ৯৭ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৩ হাজার ৫১০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১ হাজার ৭২২ টাকায় বিক্রি হয়েছে।

আগামীকাল রোববার থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ২ হাজার ৬২৪ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৩৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৮৩১ টাকা দাম কমবে।

সম্পর্কিত নিবন্ধ