তুরস্কে নিষিদ্ধঘোষিত সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) তুরস্ক সরকারের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। আজ শনিবারের এ ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র এ সংগঠন এবং তুরস্কের সামরিক বাহিনীর ৪০ বছর ধরে চলা সংঘাতের ইতি ঘটতে যাচ্ছে।

গত বৃহস্পতিবার পিকেকের কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালান তাঁর সংগঠনের সদস্যদের প্রতি অস্ত্র সমর্পণের আহ্বান জানান। পাশাপাশি সংগঠনটিকে বিলুপ্ত ঘোষণা এবং তুর্কি সরকারের সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাতের ইতি টানারও আহ্বান জানান তিনি। এর দুই দিন পর তুরস্ক সরকারের সঙ্গে অস্ত্রবিরতির ঘোষণা দিল পিকেকে।

ইরাকের উত্তরাঞ্চল থেকে কার্যক্রম পরিচালনা করে পিকেকে। গতকাল অস্ত্রবিরতির ঘোষণা দিয়ে পিকেকের নির্বাহী কমিটি এক বিবৃতিতে বলেছে, ‘শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নেতা ওজালানের আহ্বান কার্যকরের উদ্দেশে আমরা অস্ত্রবিরতির ঘোষণা দিচ্ছি। আজ থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হবে।’

ওজালানের আহ্বান মেনে অস্ত্রবিরতির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা তাঁর আহ্বানের সঙ্গে একমত। আমরা অস্ত্রবিরতি মানব ও কার্যকর করব। যদি আমাদের ওপর হামলা না হয়, তাহলে আমাদের যোদ্ধারা আর কোনো ধরনের সশস্ত্র তৎপরতা চালাব না।’

তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পিকেকেকে একটি সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়েছে। তুরস্কের সাড়ে আট কোটি জনসংখ্যার মধ্যে ২০ শতাংশ কুর্দি। এই কুর্দিদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১৯৮৪ সালে সশস্ত্র লড়াই শুরু করে পিকেকে। তবে সাম্প্রতিক সময়ে স্বাধীনতার দাবি ছেড়ে আরও বেশি স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক ও ভাষাগত অধিকারের দাবির কথা বলছে সংগঠনটি।

১৯৯৯ সাল থেকে ইস্তাম্বুলের অদূরে একটি দ্বীপ এলাকার কারাগারে বন্দী আছেন পিকেকের প্রধান আবদুল্লাহ ওজালান। এরপর থেকে চার দশক ধরে চলা এই সংঘাত বন্ধে একাধিকার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কোনো পদক্ষেপই আলোর মুখে দেখেনি। উল্লেখ্য, এই সংঘাতে ৪০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

গত বৃহস্পতিবার কুর্দিপন্থী ডিইএম পার্টির আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদল কারাবন্দী ওজালানের সঙ্গে দেখা করে। এরপর ওজালান তাঁর সংগঠনের সদস্যদের উদ্দেশে একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, ‘আমি অস্ত্র সমর্পণের আহ্বান জানাচ্ছি এবং আমি এই আহ্বানের ঐতিহাসিক দায় নিচ্ছি। আপনারা (দলের) সম্মেলন করুন এবং সিদ্ধান্ত নিন। সংগঠনের সবাইকে অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে। পিকেকেকে অবশ্যই বিলুপ্ত করতে হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স গঠন র

এছাড়াও পড়ুন:

রমজান জুড়ে ৫ জেলায় এস্পায়ার বাংলাদেশের সহায়তা

রমজানে মাস জুড়ে উত্তরবঙ্গের পাঁচটি জেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ইফতার বিতরণ এবং নিম্নআয়ের পরিবারের জন্য ঈদ বাজার বিতরণ করেছে ইয়ুথ সংগঠন এস্পায়ার বাংলাদেশ। এসব জেলাগুলো হলো- রংপুর, টাঙ্গাইল, গাইবান্ধা, নীলফামারী ও দিনাজপুর।

সংগঠনটির নিজস্ব অর্থায়নে ও পরিকল্পনায় এ উদ্যোগ গত ১২ মার্চ থেকে শুরু হয়। এ সংগঠনের সদস্যরা হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী বলে জানা গেছে। 

রমাদেনের কার্যক্রম সম্পর্কে সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. শাদমান খান বলেন, “২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে আমাদের সাধ্য অনুযায়ী সামাজিক কাজ করার চেষ্টা করছি। আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় নির্দিষ্ট কোনো ফান্ড নেই। তারপরও এ বছর পাঁচটি জেলায় কার্যক্রম পরিচালনা করতে পেরেছি। সারা বছর দেশের বিভিন্ন প্রান্তে আমাদের উদ্যোগ চালিয়ে যেতে সবার সহযোগিতা প্রয়োজন।”

এস্পেয়ার বাংলাদেশ খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা এবং বাংলাদেশের সামাজিক সমস্যার টেকসই সমাধান প্রচারে নিবেদিত। ২০২০ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির লক্ষ্য উদ্ভাবনী, পরিবেশ বান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির মাধ্যমে সম্প্রদায়ের ক্ষমতায়ন করা।

এস্পেয়ার বাংলাদেশের মতে, টেকসই অনুশীলন দীর্ঘমেয়াদী পরিবেশগত এবং সামাজিক সুস্থতার গ্যারান্টি দেবে, স্থিতিস্থাপকতা বৃদ্ধি করবে এবং সমাজে জীবনযাত্রার মান উন্নত করবে। কমিউনিটি বেস প্রকল্প এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে, বাংলাদেশের নাগরিক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী উপকারী পরিবর্তন আনতে কাজ করছে।

ঢাকা/সংগ্রাম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • চার টাকার বিনিময়ে হাজার টাকার পণ্য পেলেন চা-শ্রমিকেরা
  • নড়াইলে শ্রমজীবীদের পাঞ্জাবি উপহার
  • রমজান জুড়ে ৫ জেলায় এস্পায়ার বাংলাদেশের সহায়তা