বিমানে চাকরি: কেন্দ্রে প্রশ্নপত্র আসেনি, পরীক্ষা দিতে না পেরে সড়কে চাকরিপ্রার্থীরা
Published: 1st, March 2025 GMT
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষা ছিল আজ বেলা তিনটায়। ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে চাকরিপ্রার্থীরা পরীক্ষা দিতে যথাসময়ে উপস্থিত হলেও প্রশ্নপত্র আসেনি। ফলে তাঁরা পরীক্ষা দিতে পারেননি। এমন পরিস্থিতিতে বিকেল সাড়ে চারটার পর তাঁরা মোহাম্মদপুরের আসাদ গেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
রেজাউল ইসলাম নামের এক চাকরিপ্রার্থী প্রথম আলোকে বলেন, তাঁর কেন্দ্র ছিল লালমাটিয়া সরকারি মহিলা কলেজ। পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পরও প্রশ্নপত্র আসেনি। ফলে পরীক্ষা হয়নি। কেন্দ্রে পরীক্ষার দায়িত্বপ্রাপ্তরা লিখিতভাবে জানান, প্রশ্নপত্র না আসায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে তাঁরা জানতে পারেন, বিমানের এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এরপর তাঁরা সড়ক অবরোধ করেন। পুলিশের আশ্বাসে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সড়ক ছেড়ে পরীক্ষাকেন্দ্রের দিকে যান তাঁরা। তিনি বলেন, প্রায় দুই হাজার চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) কাদের আহমেদ প্রথম আলোকে বলেন, চাকরিপ্রত্যাশীরা সড়ক অবরোধ করেছিলেন। পরে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ কর প র র থ পর ক ষ
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, এলাকাবাসী আতঙ্কে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। বেড়িবাঁধের প্রায় ৪০০ ফুট ভেঙে মরিচ্চাপ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে কাঁচা বাজার, আল আকসা জামে মসজিদ ও গোয়ালডাঙ্গা বাজারসহ আশপাশের এলাকা। ভাঙন আতঙ্ক বিরাজ করছে বড়দল ও খাজরা ইউনিয়নের মানুষের মধ্যে।
গত বছর মরা মরিচ্চাপ নদী খননের পর বছর যেতে না যেতে ভাঙন দেখা দিয়েছে। এ মুহূর্তে ভাঙন না আটকানো না গেলে বড়দল ও খাজরা ইউনিয়নের কয়েক হাজার বিঘা জমির বোরো ধান ও শত শত বিঘা জমির ক্ষেতের তরমুজ নদীগর্ভে বিলীন হওয়া এবং বহু মৎস্য ঘের লোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতারা উপজেলার কর্মকর্তাদের ফোনে বিষয়টি জানানোর পর আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, বেড়িবাঁধ যদি দ্রুত সংস্কার করা না হয় তাহলে বড়দল ও খাজরা ইউনিয়ন পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি তিনি কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে জরুরিভাবে বাঁধ সংস্কারের কাজ শুরু করার চেষ্টার আশ্বাস দেন।
আরো পড়ুন:
কুমিল্লায় ৯ লাশ উদ্ধার, জনমনে আতঙ্ক
বিদ্যালয়ে ছাত্রীকে জখম
গ্রেপ্তার হয়নি ৬ আসামি, আতঙ্কে শিক্ষার্থীরা
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ছুটিতে থাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনকে দ্রুত সেখানে পাঠানো হবে। দ্রুত বেড়িবাঁধ সংস্কার কাজের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাহী প্রকৌশলী ঢাকায় রয়েছেন। রবিবার (২ মার্চ) সকালে তিনি সাতক্ষীরায় ফিরে আসবেন। আসার পর তার নির্দেশনা অনুযায়ী বেড়িবাঁধ সংস্কারের ব্যবস্থা করা হবে।
ঢাকা/শাহীন/বকুল