বিমানে চাকরি: কেন্দ্রে প্রশ্নপত্র আসেনি, পরীক্ষা দিতে না পেরে সড়কে চাকরিপ্রার্থীরা
Published: 1st, March 2025 GMT
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষা ছিল আজ বেলা তিনটায়। ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে চাকরিপ্রার্থীরা পরীক্ষা দিতে যথাসময়ে উপস্থিত হলেও প্রশ্নপত্র আসেনি। ফলে তাঁরা পরীক্ষা দিতে পারেননি। এমন পরিস্থিতিতে বিকেল সাড়ে চারটার পর তাঁরা মোহাম্মদপুরের আসাদ গেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
রেজাউল ইসলাম নামের এক চাকরিপ্রার্থী প্রথম আলোকে বলেন, তাঁর কেন্দ্র ছিল লালমাটিয়া সরকারি মহিলা কলেজ। পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পরও প্রশ্নপত্র আসেনি। ফলে পরীক্ষা হয়নি। কেন্দ্রে পরীক্ষার দায়িত্বপ্রাপ্তরা লিখিতভাবে জানান, প্রশ্নপত্র না আসায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে তাঁরা জানতে পারেন, বিমানের এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এরপর তাঁরা সড়ক অবরোধ করেন। পুলিশের আশ্বাসে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সড়ক ছেড়ে পরীক্ষাকেন্দ্রের দিকে যান তাঁরা। তিনি বলেন, প্রায় দুই হাজার চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) কাদের আহমেদ প্রথম আলোকে বলেন, চাকরিপ্রত্যাশীরা সড়ক অবরোধ করেছিলেন। পরে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ কর প র র থ পর ক ষ
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৯
ইউক্রেনে শ্রমিক পরিবহনকারী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বুধবার সকালে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর মারহানেতে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
ডনিপ্রোপেট্রোভস্কের আঞ্চলিক প্রধান সের্হি লিসাক বলেছেন, হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তিনি আরো বলেন, “নিহতদের সংখ্যা ক্রমাগত বাড়ছে”।
আরো পড়ুন:
ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার জন্য প্রস্তুত পুতিন
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তরুণের নিহতের খবর
যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের কর্মকর্তারা সংঘাতের যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে লন্ডনে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন, এর মধ্যে হামলার ঘটনাটি ঘটলো।
রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে। দীর্ঘ এই যুদ্ধে উভয় পক্ষের কয়েক লাখ মানুষ হতাহত হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ‘ইস্টার সানডে’ উপলক্ষে ৩০ ঘণ্টার সামরিয়ক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। তবে এসময়ে উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য অভিযুক্ত করেছে।
যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে এবং ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তাদের সাথে আলাদাভাবে আলোচনা করছে।
ঢাকা/ফিরোজ