অমর একুশে বইমেলায় (২০২৫) প্রকাশিত হয়েছে গল্প সংকলন ‘গল্পকারের পছন্দের ৫০ গল্প’। গ্রন্থটি সম্পাদনা করেছেন কথাসাহিত্যিক মনি হায়দার।

‘গল্পকারের পছন্দের ৫০ গল্প’ গ্রন্থে যাদের লেখা স্থান পেয়েছে তারা হলেন-অমল সাহা, অসীম হিমেল, ইশরাত তানিয়া, কামরুল আহসান, খালেক মল্লিক, খোরশেদ বাহার, মাসুদুল হক, ঝর্না রহমান, শাশ্বত নিপ্পন, নাসিমা আনিস, নূরুদ্দিন জাহাঙ্গীর, পারভেজ হোসেন, ফয়জুল ইসলাম, আহমদ বশীর, মাসউদ আহমাদ, মোজাফ্ফর হোসেন, মোজাম্মেল হক নিয়োগী, মোহিত কামাল, ম্যারিনা নাসরীন, মনি হায়দার, শোয়েব শাহরিয়ার, সাদিকুল নিয়োগী পন্নী, সালেহা চৌধুরী, সায়মা ইসলাম, সৈয়দ মনজুর কবির, ফারহানা রহমান, স্বকৃত নোমান, সম্পদ বড়ুয়া, হোসনে আরা মণি, হুমায়ূন মালিক, মালেকা পারভীন, খান মুহাম্মদ রুমেল, সোলায়মান সুমন, পাপড়ি রহমান, রোকেয়া ইসলাস, শাহনাজ মুন্নী, ফরিদা ইয়াসমিন সুমি, উম্মে ফারহানা, বিশ্বজিৎ চৌধুরী, জিয়া হাশান, রেহানা বীথি, মুহাম্মদ মহিউদ্দিন, আকমল হোসেন নিপু, নাভেরা হোসেন, ফরিদুর রহমান, তানভীর মোকাম্মেল, আযাদ কালাম, সাঈদ আজাদ, সেলিম মোরশেদ এবং সাইফ বরকতুল্লাহ।

‘গল্পকারের পছন্দের ৫০ গল্প’ গ্রন্থটির প্রচ্ছদ করেছেন শতাব্দী জাহিদ। গ্রন্থটির দাম ৯০০ টাকা।

আরো পড়ুন:

বইমেলায় ‘চলতি পথের বাঁকে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্মরণীয় একটি উপন্যাস লেখার স্বপ্ন দেখি: মাসউদ আহমাদ

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল বই রহম ন

এছাড়াও পড়ুন:

এই কঠিন সময়ে ঐক্য ধরে রাখা প্রয়োজন: ঢাবি উপাচার্য

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির ঐক্য রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমেদ খান।

উপাচার্য বলেন, ‘আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি। এক অর্থে জাতির জন্য এটি একটি ক্রান্তিকাল। এই সময়ে আমাদের ঐক্য ধরে রাখা একান্তই প্রয়োজন।’

আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে নিয়াজ আহমেদ খান এ কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্য পরম শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও মমতার দিন। এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। তাঁদের সেই চূড়ান্ত আত্মত্যাগ ইতিহাসে চিরভাস্বর হয়ে আছে।

নিয়াজ আহমেদ খান বলেন, যুগে যুগে ও প্রজন্ম থেকে প্রজন্মে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এ জাতিকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ঐক্যবদ্ধ করেছে এবং সাহস জুগিয়েছে। সেই ধারাবাহিকতায় জাতি ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে।

উপাচার্য আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আজও জাতির ঐক্য ধরে রাখার পথে একটি গুরুত্বপূর্ণ আলোকবর্তিকা। একই সঙ্গে ১৯৫২, ১৯৬৮, ১৯৬৯, মহান মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলন–সংগ্রামে যাঁরা রক্ত ও জীবন দিয়ে দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করেছেন, তাঁদের সবার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

নিয়াজ আহমেদ খান বলেন, ১৯৫২ থেকে ২০২৪—এর প্রতিটি দিন ও ঘটনাপ্রবাহ জাতির মৌলিক পরিচয়ের মাইলফলক। এর কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ নেই। এ ইতিহাসই যুগে যুগে জাতিকে ঐক্যবদ্ধ রেখেছে, আর বর্তমান সময়ে সেই ঐক্য ধরে রাখাই সবচেয়ে বড় প্রয়োজন।

সম্পর্কিত নিবন্ধ