‘রাম’ নয়, সিনেমায় ‘রাবণ’ হতে চান যশ
Published: 1st, March 2025 GMT
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। পৌরাণিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এ ছবিতে রাম-সীতারূপে পর্দায় আসবেন রণবীর কাপুর ও সাই পল্লবী। তবে নীতেশ তিওয়ারি সবচেয়ে বড় চমক দিতে চলেছেন লঙ্কাপতি রাবণের ভূমিকায় কন্নড় সুপারস্টার যশকে এনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ রাবণের চরিত্রে অভিনয় করা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন।
‘রামায়ণ’ নীতেশ তিওয়ারির স্বপ্নের প্রকল্প। রাম-সীতার ভূমিকায় রণবীর কাপুর এবং সাই পল্লবীকে এনে তিনি নতুন জুটি উপহার দিচ্ছেন। তবে দর্শকের জন্য বড় চমক, রাবণের চরিত্রে প্যান ইন্ডিয়া তারকা যশের নামটি। সাধারণত বড় পর্দার সুপারস্টাররা নেতিবাচক চরিত্র থেকে নিজেদের দূরেই রাখেন। আর সেখানে রাবণের চরিত্রে যশের মতো সুপারস্টার কী করে অভিনয় করছেন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। আর সেই প্রশ্নের জবাব দিয়েছেন খোদ যশ।
তিনি ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে যশ বলেছেন, ‘রাবণের চরিত্রটি আমার জন্য বিশেষ। আমি অন্য কোনো কারণবশত এ চরিত্রে অভিনয় করছি তা কিন্তু নয়। আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন যে রাম বা অন্য কোনো চরিত্রে আমি অভিনয় করতে চাইব কি না। আমার জবাব তখন না-ই হবে। আমি সরাসরি না করে দেব। রাবণের চরিত্রে ভিন্ন ভিন্ন স্তর আছে। আর এ বিষয়টা আমার দারুণ পছন্দ। রাবণের চরিত্রটিকে নানানভাবে তুলে ধরা সম্ভব। সত্যি বলতে আমি রাবণের চরিত্রে অভিনয় করার জন্য অত্যন্ত রোমাঞ্চিত।’
গত বছর থেকে ‘রামায়ণ’ ছবির শুটিং শুরু হয়ে গেছে। কিছুদিন আগে যশ মুম্বাইয়ের অক্ষা বিচে এই ছবির শুটিং শুরু করেছেন। রণবীর ও সাই পল্লবী নিজের অংশের শুটিং সম্পূর্ণ করেছেন। যশ এখন এই ছবির শুটিংয়ে ব্যস্ত। ‘রামায়ণে’ সানি দেওলকে হনুমানের ভূমিকায় দেখা যাবে। নীতেশ তিওয়ারি ছবিটিকে দুই ভাগে রিলিজ করবেন। প্রথম ভাগটি ২০২৬ সালের ৬ নভেম্বর মুক্তি পাবে। আর শেষ ভাগটি আসবে ২০২৭ সালে। জানা গেছে, ‘রামায়ণ’ ছবির বাজেট ৮০০ কোটি মতো।
আরও পড়ুনট্রেন্ডিংয়ের শীর্ষে, ১০ ছবিতে চিনে নিন ‘কেজিএফ’ অভিনেত্রীকে২৮ ফেব্রুয়ারি ২০২৫‘কেজিএফ’ ছবির চূড়ান্ত সফলতার পর যশের জনপ্রিয়তা এখন দেশজুড়ে। এমনকি বিদেশেও ছড়িয়ে পড়েছে এই তারকার নাম। যশকে আগামী দিনে ‘টক্সিক’ ছবিতে দেখা যাবে। এই অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিতে তাঁকে বেশ কিছু লোমহর্ষ অ্যাকশন দৃশ্য করতে দেখা যাবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এক বছর আগে সুইমিংপুলে ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা গণতান্ত্রিক ছাত্রসংসদ। গত বছরের ২২ এপ্রিল সোয়াদ হক মারা গিয়েছিলেন।
সোয়াদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরপর তাঁর মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্রসংসদ। সোয়াদ হক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গণতান্ত্রিক ছাত্রসংসদ ৫টি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা। সুইমিংপুলের সংস্কারকাজ দ্রুত শেষ করে তা পুনরায় চালু করা। সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও আন্তরিক হওয়া।
সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট সরবরাহ করা ও প্রশিক্ষক নিয়োগ দেওয়া।
দোয়া মাহফিলে দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি২৩ এপ্রিল ২০২৪