চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল ইংল্যান্ডের। তবে নিজেদের শেষ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় জস বাটলারের দল। করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৭৯ রানে অলআউট হয়েছে ইংলিশরা।

টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। তবে প্রোটিয়া বোলারদের দাপটে ৩৮.২ ওভারেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৮০ রান করতে পারলেই গ্রুপ ‘বি’ থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নেবে দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট (৪৪ বলে)। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে জফরা আর্চারের ব্যাট থেকে (৩১ বলে)। ওপেনার বেন ডাকেট করেন ২৪ রান (২১ বলে), আর অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে বাটলার করেন ২১ রান (৪৩ বলে)। বাকিরা বড় স্কোর গড়তে ব্যর্থ হন। প্রোটিয়া বোলারদের মধ্যে মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার শিকার করেন ৩টি করে উইকেট, আর কেশব মহারাজ নেন ২ উইকেট।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবের মঞ্চে ‘ইংগিত’

মুনীর চৌধুরী জাতীয় নাট্য উৎসবে ৬৩ জেলা হতে নির্বাচিত ১৬ নাটক নিয়ে ঢাকায় জাতীয় নাট্যশালায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে উৎসবের শেষ দিনে (শুক্রবার) মঞ্চায়ন করা হয় নাটক ‘ইংগিত’।

‘ইংগিত’র নাট্য ভাবনা, পরিকল্পনা, আলো ও নির্দেশনায় ছিলেন সুবীর মহাজন। সহকারী নির্দেশনায় আছাদ বিন রহমান ও পরিবেশনায় ছিল বান্দরবান পার্বত্য জেলা শিল্পকলা একাডেমি। বান্দরবানের বসবাসরত বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর মানুষ এত অংশ নেন।

নাটকের গল্পে দেখা যায়, পারিপার্শ্বিক অবস্থার কারণে তরুণদের বড় একটি অংশ হতাশায় নিমজ্জিত। অথচ তারুণ্যই বারবার পথ খুঁজে দিয়েছে। বহুভাষার মানুষের জেলা বান্দরবানের এক তরুণ বর্তমানের নানা পারিপার্শ্বিকতায় ক্লান্ত হয়ে যখন ঘুমের রাজ্যে, ঠিক তখন তার চোখ জুড়ে ফিরে আসে শৈশব-কৈশোর। ক্লান্ত শরীর তাকে ফিরিয়ে নিয়ে আসে বাস্তবে। স্বপ্নের ঘোরে সে ঘুরে বেড়ায় প্রকৃতির রাজ্য বান্দরবানে, যেখানে রয়েছে জীবন ও সংস্কৃতির বৈচিত্র্যময় বিশাল ভাণ্ডার। ঘুম তাকে ফিরিয়ে দেয় সোনালী সময়। যখন বর্তমানে ফিরে আসে নানা জটিলতায় আবদ্ধ হয়ে পড়ে। সিস্টেম নামে এক জগদ্দল পাথর সরাতে চায় সে। পাহাড় আর সমতলকে সাংস্কৃতিক বৈচিত্র্যতার এক সুতায় মেলবন্ধন ঘটাতে যে বদ্ধ পরিকর।

১৫ দিনব্যাপী কর্মশালার মধ্যে দিয়ে নাটকটি নির্মাণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ