২৭ বছর পর দিল্লির ক্ষমতায় এসেই এখান থেকে ‘অবৈধ বাংলাদেশি’ বিতাড়নে বিজেপি কোমর কষে নামছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল শুক্রবার এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও পুলিশের বড় কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

অমিত শাহ অভিযোগ তুলে বলেন, আম আদমি পার্টির (আপ) জন্য এত দিন যা করা সম্ভব হয়নি, এবার তা করতে হবে। অবৈধভাবে দিল্লিতে বসবাস করা বাংলাদেশি এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠাতে হবে। এই বিষয়ে দিল্লি পুলিশ ও রাজ্য সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।

দিল্লির সরকার ও দিল্লি পুলিশের সঙ্গে ওই বৈঠকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বড় কর্মকর্তাদেরও যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে পাওয়া যাবতীয় তথ্য সময়মতো রাজ্য সরকারকে দেওয়া হবে। সরকারকে ও দিল্লি পুলিশকে উদ্যোগী হয়ে ব্যবস্থা নিতে হবে। সেই কাজে বিজেপির সংগঠনকে ব্যবহার করতে হবে।

অমিত শাহ বৈঠকে বলেন, এটা দিল্লি তথা দেশের নিরাপত্তার জন্য জরুরি। সবাইকে সতর্ক করে তিনি বলেন, কিছু অসাধু চক্র রয়েছে, যারা অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা প্রমাণে বৈধ পরিচয়পত্র পেতে সাহায্য করে। এসব চক্র ভেঙে দিতে হবে।

দিল্লিতে বিজেপি সরকার গড়তে পারল ২৭ বছর পর। দেশের রাজধানী হওয়ায় দিল্লির পুলিশ রাজ্যের অধীনে রাখা হয়নি। তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। দিল্লির জমির অধিকারও কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রণালয়ের। ফলে দিল্লির নির্বাচিত সরকারকে কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী থাকতে হয়।

আম আদমি পার্টির (আপ) রাশ টানতে কেন্দ্রীয় সরকার আইন করে দিল্লির উপরাজ্যপালকে আরও ক্ষমতাশালী করে তুলেছে। উপরাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্য সরকার কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন করতে পারে না। এ জন্য আপ সরকারের সঙ্গে কয়েক বছর ধরে প্রতি পদে উপরাজ্যপালের দ্বন্দ্ব দেখা গেছে।

বিজেপির অভিযোগ, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এত বছর রাজ্য সরকারের সহযোগিতা পায়নি। রাজনৈতিক সমর্থনের স্বার্থেও আপ নেতারা অবৈধ অনুপ্রেবেশকারীদের বৈধতার প্রমাণপত্র পাইয়ে দিয়েছে। এখন দিল্লি ও কেন্দ্রে বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকার হওয়ায় অমিত শাহ রোহিঙ্গা ও কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত ও ফেরত পাঠানোর বিষয়টি ত্বরান্বিত করতে চাইছেন।

বৈঠকে অমিত শাহ বলেছেন, দিল্লির আইনশৃঙ্খলাজনিত সমস্যার সমাধানসহ কোনো বিষয়েই ব্যর্থতার কোনো অজুহাত এখন আর দেওয়া যাবে না। ফলে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশের বিষয়টি বিজেপির রাজনৈতিক হাতিয়ার। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ডসহ আসাম, ত্রিপুরায় অনুপ্রবেশ বিজেপির প্রচারে বড় হয়ে ওঠে। অনুপ্রবেশের পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তাদের ধর্মীয় মেরুকরণেরও সহায়ক। বিজেপি চাইছে শুধু চিহ্নিতকরণই নয়, অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ক্ষেত্রেও কার্যকর ভূমিকা নিতে।

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টও এই প্রসঙ্গে মন্তব্য করে জানতে চান, যুক্তরাষ্ট্র বিমানবোঝাই করে অবৈধভাবে সে দেশে যাওয়া ভারতীয়দের ফেরত পাঠাতে পারলে ভারত কেন অবৈধভাবে ভারতে আসা ‘বাংলাদেশিদের’ফেরত পাঠাতে পারে না?

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জ য সরক র অন প র

এছাড়াও পড়ুন:

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে শূন্য হাতে বাড়ি ফিরলো ইংল্যান্ড

ম্যাচের ফলে কিছু যায়-আসে না ইংল্যান্ডের। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি তো বটেই, অধিনায়ক জশ বাটলারের জন্যও এটিই ছিল শেষ ম্যাচ। এমন ম্যাচে আরও একবার কি না বেহাল চিত্রই ফুটে উঠল ইংল্যান্ডের। দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে তারা।  ইংল্যান্ডের দেওয়া ১৮০ রানের লক্ষ্য ২৯.১ ওভারেই পেরিয়েছে দক্ষিণ আফ্রিকা।

অসম্ভব এক সমীকরণ মেলাতে এই ম্যাচে চোখ ছিল আফগানিস্তানেরও। দক্ষিণ আফ্রিকা ২০৭ রানে হারলে সেমিফাইনালে যেত তারাই। কিন্তু আফগানদেন সম্ভাবনা শেষ হয়ে যায় ইংল্যান্ড আগে ব্যাটিং করে ১৭৯ রানে অলআউট হয়ে যাওয়ার পরই।

তাতে অবদান ছিল দক্ষিণ আফ্রিকার সব বোলারেরই। ৩টি করে উইকেট নিয়েছেন দুই পেসার মার্কো ইয়ানসেন ও উইয়ান মুল্ডার, তারাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ২টি ও দুই ফাস্ট বোলার লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাদা নেন ১টি করে উইকেট।

আরও পড়ুনআফগানিস্তান ছিটকে গেল দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামার আগেই২ ঘণ্টা আগে

নিজের প্রথম ৪ ওভারে ৩ উইকেট নিয়ে ইংলিশ ইনিংসে ধসের সূচনা করেন ইয়ানসেন। ৩৭ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ডের রানটাকে ৯৯ রানে নিয়ে যান জো রুট ও হ্যারি ব্রুক। মহারাজ ১৯ রান করা ব্রুককে ফিরিয়ে জুটি ভাঙার পর আবার ধস শুরু ইংল্যান্ড ইনিংসে। দলটির হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন রুট।

একটু নির্ভার থেকেই রান তাড়ায় নামার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু তাদের জন্যও ছিল একটু অস্বস্তি। অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা খেলেননি ম্যাচে। নেতৃত্বের ভার পাওয়া এইডেন মার্করামও চোট নিয়ে মাঠ ছেড়েছেন। শেষ পর্যন্ত মার্করাম ব্যাটিংয়ে না নামলেও জিততে তেমন অসুবিধা হয়নি প্রোটিয়াদের।

অবশ্য শুরুতে একটা ধাক্কা খেয়েছিল তারা। ইনিংসের তৃতীয় ওভারে ৫ বলে শূন্য রান করে আউট হয়ে যান ওপেনার ক্রিস্টিয়ান স্টাবস। ২৫ বলে ২৭ রান করে ফেরেন আরেক ওপেনার রায়ান রিকেলটনও।  
তবে রেসি ফন ডার ডুসেনের সঙ্গে মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হাইনরিখ ক্লাসেন। জয় থেকে ৬ রান দূরে থাকতে ক্লাসেন আউট হন আদিল রশিদের বলে ক্যাচ দিয়ে। ৮৭ বলে ৭২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডুসেন।

আরও পড়ুনভারতের দাপট কমাতেই আইসিসির এমন নিয়ম—অভিযোগ অশ্বিনের৩ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ