চাঁদপুরে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা, ফরিদগঞ্জ উপজেলা, ও হাজীগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে বলে চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান জানান।

নিহতরা হল- সদর উপজেলার বহরিয়া এলাকার মো. সহিদের তিন বছরের মেয়ে মাইমুনা, ফরিদগঞ্জ উপজেলার বাগড়া বাজার এলাকার আহমেদ শেখের দুই বছরের ছেলে মিরাজ এবং হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার সাদ্দামের দুই বছরের ছেলে জুনায়েদ।

মাইমুনার ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ মিলছে না। পরে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরিবারের লোকজন পারিবারিক রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিল।

মিরাজের পরিবার জানায়, শনিবার সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনটি শিশু তাদের বাড়ির আঙিনায় খেলা করার সময় পরিবারের লোকজনের অগোচরে পুকুরে পড়ে যায়। পরে তাদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুকেই হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ উপজ ল পর ব র

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে প্রথম তারাবির নামাজে মুসুল্লীদের ঢল

রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। তারাবির নামাজের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে রমজানের আনুষ্ঠানিকতা।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পশ্চিম আকাশে দেখো মেলে রজমানের চাঁদ। এরপরই জেলা শহরের কোর্ট মসজিদ ও জেলার মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে রমজানের প্রথম তারাবির নামাজ আদায়ের ঢল নামে মুসল্লিদের। 

সোয়া ৮টায় শুরু হওয়া তারাবির নামাজে অংশ নিতে মুসল্লিরা পাঞ্জাবি-পাজামা পরে জায়নামাজ নিয়ে মসজিদে হাজির হন। এতে পরিপূর্ণ হয়ে ওঠে মসজিদগুলো।

রমজান পেয়ে সবার মধ্যে অন্যরকম এক উচ্ছ্বাস দেখা গেছে। তারাবির নামাজ আদায়ের পর শেষ রাতে সাহরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইতোমধ্যে রোজার আমেজ বিরাজ করছে দেশজুড়ে।

নামাজ শেষে মুসুল্লীরা দেশ, জাতি ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করেন।

ঢাকা/বাদল/এস

সম্পর্কিত নিবন্ধ