‘বসন্তের মাতাল সমীরণে’র কথা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ‘আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে/ বসন্তের এই মাতাল সমীরণে’। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর এই আহ্বানেই শ্রোতারা যেন সমবেত হন কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে। মাহতিম শাকিবের মিউজিক্যাল অডিও ড্রামা ‘রবিযাপন’ উপভোগের অপেক্ষায় মিলনায়তন পূর্ণ ছিল বিভিন্ন বয়সী শ্রোতায়। ‘রবিযাপন’–এ ‘চোখের বালি’ থেকে সংলাপ পাঠের পাশাপাশি রবীন্দ্রসংগীতের পরিবেশনা উপভোগ করেছেন দর্শকেরা।

মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বই, শোপিসে সুসজ্জিত একটি শেলফ (তাক) ও একটি সোফা দিয়ে সাজানো মঞ্চ। ঘড়িতে সন্ধ্যা ৭টা ৫৯ মিনিট হতেই ঘোষণা এল, মঞ্চে প্রবেশ করছেন আনিকা প্রিয়ন্তী।

আনিকা প্রিয়ন্তী। নাজমুল হক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজধানীতে ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার, গ্রেপ্তার ৫: র‍্যাব

রাজধানীর দক্ষিণখান এলাকায় মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় গতকাল বুধবার রাতে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁদের কাছ থেকে ছিনতাই করা একটি মুঠোফোন উদ্ধার করার কথা র‍্যাব জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোর। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মারুফ (২২), মোহাম্মদ হৃদয় (২০), মো. সোহান (২৫) ও মোহাম্মদ রায়হান (১৮)। আরেকজন বয়সে কিশোর।

র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে দক্ষিণখানের কসাইবাড়ি এলাকায় এক ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। পরে ভুক্তভোগী ব্যক্তি র‍্যাবের কাছে অভিযোগ করেন। বলেন, ছিনতাইকারীদের বিমানবন্দর রেলস্টেশনে অবস্থান করতে দেখেছেন তিনি। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-১-এর নৈশকালীন টহল দল এলাকাটিতে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তাঁরা র‍্যাব কর্মকর্তাদের বলেন, আবদুল্লাহপুরের বস্তিতে মুঠোফোনটি সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করেছেন।

মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম আরও বলেন, পরে র‍্যাবের দলটি গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে নিয়ে বস্তিতে অভিযান চালায়। তখন ছিনতাই করা মুঠোফোনটি আরেক চক্রের কাছে পাঁচ হাজার টাকায় বিক্রি করার জন্য দরদাম ঠিক হচ্ছিল। এ সময় মুঠোফোনটি উদ্ধার করে র‍্যাব। এ ছাড়া আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ