রংপুরে মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্নদের বিক্ষোভ-সড়ক অবরোধ
Published: 1st, March 2025 GMT
বিএমডিসি থেকে ম্যাটস শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করা, শূন্য পদে চিকিৎসক নিয়োগসহ ৫ দফা দাবিতে রংপুরে ক্লাস-পরীক্ষা ও চিকিৎসাসেবা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ ও রংপুর মেডিকেল কলেজের শত শত শিক্ষার্থী জড়ো হন। এরপর শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। তাদের এ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন রংপুর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা।
সড়ক অরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা.
এ সময় তারা বিএমডিসির বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার, স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শুন্য পদ পূরণ, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দেওয়া, প্রতি বছর ৪ থেকে ৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখা, ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছর করা, সব ম্যাটস ও মানহীন সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ বন্ধসহ ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ প্রদান, ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিক্সে প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করা এবং চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি থেকে ৫ দফা দাবিতে রংপুরের মেডিকেল কলেজ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছেন। এছাড়া ১ মার্চ থেকে ইন্টার্নদের হাসপাতালে ইনডোর-আউটডোর সেবা বন্ধ রাখার ঘোষণায় বিড়ম্বনায় পড়তে হবে রোগীদের।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এমড স ম য টস শ ক ষ র থ সড়ক অবর ধ ম য টস শ ক ষ র থ দ র র প র ম ড ক ল কল জ ম ড ক ল কল জ র ইন ট র ন চ ক ৎসক ব এমড স
এছাড়াও পড়ুন:
সাইবার ক্রাইমের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্ক করলেন সবাইকে
সাইবার ক্রাইমের শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। গত ১৩ ফেব্রুয়ারি থেকে তাঁর এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে তিনি না পারছেন অ্যাকাউন্টটি ডিলিট করতে, না পারছেন লগইন করতে। বহু চেষ্টার পর সেটি পুনরুদ্ধার করতে না পেরে সবাইকে সতর্ক করেছেন শ্রেয়া ঘোষাল।
শনিবার ইনস্টাগ্রামে বিষয়টি বিস্তারিত জানিয়েছেন শ্রেয়া। তিনি লিখেছেন, ‘আমার বন্ধু এবং অনুরাগীদের উদ্দেশে জানাই, গত ১৩ ফেব্রুয়ারি থেকে আমার এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়ে পড়ে রয়েছে। এক্স-এর টিমের সঙ্গে যোগাযোগ করার সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু উল্টো দিক থেকে কিছু অটো জেনারেটেড উত্তর ছাড়া এখনও পর্যন্ত কিছু পাইনি।’
শ্রেয়ার অনুরোধ, ‘আপনাদের সকলকে সাবধান করছি, আমার অ্যাকাউন্ট থেকে কোনও লিঙ্ক বা মেসেজ গেলে দয়া করে কেউ ক্লিক করবেন না। না হলে বড় কোনও বিপদ হয়ে যেতে পারে। এই অ্যাকাউন্ট যদি আমি আমার ফিরিয়ে আনতে পারি তাহলে নিজেই জানাবো। ধন্যবাদ।’
খবরটি সামনে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। অনেকে বলেছেন, শ্রেয়ার মতো একজন তারকার সঙ্গে যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে আমজনতা যেকোনও দিন এর চেয়েও বিপদে পড়তে পারে।