মাহে রমজানকে স্বাগত জানিয়ে শহরে ছাত্র শিবিরের র্যালি, লিফলেট বিতরণ
Published: 1st, March 2025 GMT
মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নারায়ণগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জেলা শহরে এই র্যালির আয়োজন করা হয়েছে।
র্যালিটি শহরের মেট্টোহল থেকে শুরু করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। একই সাথে তারা রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন।
র্যালি থেকে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্য প্রয়োজনীয় পর্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, সিনেমা হল বন্ধসহ অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।
নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো.
এ বিষয়ে মহানগর সভাপতি হাফেজ মো. ইসমাঈল বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা উচিত।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: রমজ ন ন র য়ণগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
নারায়ণগঞ্জের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে । সোমবার (৩১ মার্চ) সকালে নারায়ণগঞ্জ শহরের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়, জামাতে ইমামতি করেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়, ইমামতি করেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।
নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের সুস্থতা কামনাসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়ের শান্তি কামনায়, ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন বন্ধের প্রার্থনায় দোয়া করা হয়। এছাড়াও জেলার প্রায় ২৫টি ঈদগাহ ময়দান ও প্রায় চার হাজার মসজিদে প্রায় আট হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মাসদাইরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান জামাতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ঈদ মানবতার মিলনমেলা। এটি আত্মপরিশুদ্ধির একটি মাধ্যম। আসুন আমরা সকল লোভ লালসা ভুলে বিশ্ব ভ্রাতৃত্বের অটুট বন্ধন তৈরি করতে সচেষ্ট হই।
তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমরা একত্রিত হয়েছি ঈদ উল ফিতরের নামাজের জন্য। আজ ধনী গরীব সব আমরা এক কাতারে। ভেদাভেদ ভুলে আজ আমরা সকলে বুকে বুক মেলাবো আনন্দ ভাগাভাগি করবো। এটিই ইসলাম, এটিই উৎসবের সৌন্দর্য।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরও বলেন, আমাদের সব রাগ, অহংকার দূর করে একটি আনন্দের মিলনমেলা আমরা তৈরি করতে সক্ষম হবো। আমি আজকের এ দিনে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিকসহ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। আমরা ঈদের স্পিরিট ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবো।