পবিত্র মাহে রমজান উপলক্ষে যানজট নিরসনে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটি এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন নারায়ণগঞ্জ এর যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১ মার্চ) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ শহরের চাষাহা বালুর মাঠস্থ সিনামুন রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। 

সভায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে যানজট নিরসনে শহরের যানজট রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিভিন্ন প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সামনের সড়কে এলোমেলো করে যেনো বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের মোটরসাইকেল, ডাক্তার ও রোগীদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স না রাখা হয়। আর মোটরসাইকেল, ডাক্তার ও রোগীদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স রাখার ক্ষেত্রে অবশ্যই সবাইকে নির্দিষ্ট একটি স্থান ব্যবহার করে যাতে করে শহরে যানজট সৃষ্টি না হয়। 

শহরের প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং  ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ এ ধরনের বিষয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আর যদি কোন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মাসিউটিক্যালস এই নির্দেশনা না মানে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা.

মজিবুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো.মাহাবুব রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক ডা. ফারুকুল ইসলাম, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির,সদস্য শংকর চন্দ্র সেন, আলী নুর শরীফ শামীম, মো: মোস্তফা কামাল, মো: আহসানুল কবির খান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডিজিএম শহিদুল ইসলাম স্বপন, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস জিএম হেমায়েত হোসেন হিমেল, মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের এজিএম সাইফুল্লাহ টিপু, ল্যাবএইডের সিনিয়র ব্যবস্থাপক মাসুমুল হক সোহেল, হেলথ রিসোর্ট আতাউর রহমান টগর, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন নারায়ণগঞ্জ কমিটির সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক অহিদুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল হোসেন, পলাশসহ প্রমুখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: রমজ ন ন র য়ণগঞ জ ড য় গনস ট ক স ন ট র ন র য়ণগঞ জ য নজট শহর র রহম ন

এছাড়াও পড়ুন:

শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় ‘দ্য সাউন্ড অব মিউজিক’ মঞ্চস্থ

চঞ্চল মারিয়া প্রকৃতির মাঝে ঘুরে বেড়ায় আর মনের আনন্দে গান গায়। নান বা খ্রিষ্টধর্মাচরণের জীবন বেছে নিয়ে এভাবে ভালোই কাটছিল মারিয়ার জীবন। কিন্তু হঠাৎ এই জীবনে ছেদ পড়ে। ক্যাপ্টেন জর্জ ফন ট্রাপের সাত সন্তানের দেখভালের দায়িত্ব দিয়ে মারিয়াকে দূরে পাঠিয়ে দেন নান লিডার মাদার অ্যাবেসে।

ধীরে  ধীরে নতুন পরিবেশে মানিয়ে নেয় মারিয়া। নিজ গুণে অবাধ্য সাত শিশুকে সহজেই নিজের ভক্ত বানিয়ে ফেলে। একটা পর্যায়ে শিশুদের বাবা কঠোর স্বভাবের ক্যাপ্টেন ফন ট্রাপ আকৃষ্ট হয় মারিয়ার প্রতি। গানে গানে এভাবে এগিয়ে চলে গল্প।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবন মিলনায়তনে ‘দ্য সাউন্ড অব মিউজিক’ মঞ্চস্থ হয়। ১৯৬৫ সালে তৈরি সংগীতনির্ভর চলচ্চিত্র ‘দ্য সাউন্ড অব মিউজিক’–এর ৬০তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এই আয়োজন করে এক্সেল একাডেমি।

এক্সেল একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় গত বুধ ও বৃহস্পতিবার (২৬ ও ২৭ ফেব্রুয়ারি) দুই দিন নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি সফলভাবে মঞ্চস্থ করার জন্য অংশগ্রহণকারী শিশুরা প্রায় দেড় মাস অক্লান্ত পরিশ্রম করেছে। অভিনয়ে অংশ নেয় বিভিন্ন শ্রেণির ২০ জন শিক্ষার্থী এবং সংগীতে ১৮ জন।  

মূল চরিত্র মারিয়ার ভূমিকায় অভিনয় করে আরিশা ওহাব। ক্যাপ্টেন ফন ট্রাপের চরিত্রে দেখা যায় সাইফান রাসূলকে।  নাটকটির চিত্রনাট্য রচনা ও নির্দেশনা দেন রকি খান।

বৃহস্পতিবার সমাপনী পরিবেশনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘শৈশবে আমাদের ইচ্ছেগুলো নিজেদের উদ্যোগেই পূরণ করতে হয়েছে। অভিভাবক বা শিক্ষকেরা সেভাবে সহযোগিতা করেননি। শিল্পবোধ তো সব প্রাণেই জাগিয়ে তোলা দরকার। এরা সৌভাগ্যবান যে এদের স্কুল, শিক্ষক ও অভিভাবকেরা তাদের ভেতরের স্পৃহাগুলো জাগিয়ে রাখার চেষ্টা করছে।’

সংগীতনির্ভর চলচ্চিত্র ‘দ্য সাউন্ড অব মিউজিক’–এর ৬০তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে মঞ্চ নাটক

সম্পর্কিত নিবন্ধ

  • দীর্ঘদিনের না পাওয়া আলিঙ্গনে প্রিয় বন্ধুরা
  • রমজান উপলক্ষে আমিরাতে সহস্রাধিক বন্দির সাজা মওকুফ
  • রমজান উপলক্ষে হিলি দিয়ে বাঙ্গি আমদানি শুরু
  • রমজান উপলক্ষে ১২৯৫ বন্দিকে মুক্তির নির্দেশ আমিরাত প্রেসিডেন্টের
  • শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় ‘দ্য সাউন্ড অব মিউজিক’ মঞ্চস্থ
  • বারো শিবালয় মন্দিরে ৪শ বছরের পুরোনো মেলা
  • আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাবিতে সেমিনার
  • রমজান উপলক্ষে ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার বিশেষ আয়োজন
  • ৪১ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকবে হল