সমর্থকদের বাজে আচরণের দায়ে রিয়াল মাদ্রিদকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। পাশাপাশি সান্তিয়াগো বার্নাব্যুতে আংশিক গ্যালারি নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে, যা আপাতত স্থগিত থাকবে। দুই বছরের মধ্যে ঘটনার পুনরাবৃত্তি হলে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

উয়েফার শাস্তি বিষয়ক সংবাদবিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না থাকলে এটি পেপ গার্দিওলার সঙ্গে আচরণের জেরে এসেছে জানিয়েছে ইউরোপীয় গণমাধ্যম। গত ২০ ফেব্রুয়ারি বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি।

রিয়াল মাদ্রিদের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে সিটি কোচ গার্দিওলাকে উদ্দেশ্য করে কিছু স্লোগান দেন রিয়াল দর্শকদের একাংশ। যা সমকামিতা সংশ্লিষ্ট। এ ঘটনায় তদন্ত শেষে রায় দিয়েছে উয়েফার আপিল বোর্ড।

২০ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল দর্শকের অন্যতম লক্ষ্যবস্তু ছিলেন পেপ গার্দিওলা।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুষ্টিয়ায় মাজারে মাদক বিরোধী অভিযানে বাধা 

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারে মাদক বিরোধী অভিযানে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে প্রশাসনের লোকজন অভিযান না চালিয়ে ফিরে আসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় মাজারের লোকজন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে।

রবিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে ভেড়ামারার সাতবাড়ীয়া বিত্তিপাড়া এলাকার ঘোড়াশাহ বাবার মাজারে ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনায় ঘোড়াশাহ মাজারে যান। এসময় তাদের বাধা দেন মাজারে উপস্থিত ভক্ত-অনুসারীরা। তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ও অভিযান টিমের সদস্যদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ শুরু করেন। 

আরো পড়ুন:

গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের উপর হামলার ঘটনায় মামলা

গোপালগঞ্জে গোবিপ্রবির ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে মারধর

ভেড়ামারা থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “মাদক বিরোধী অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন এসিল্যান্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাজারের লোকজনদের বাধার মুখে ফিরে আসেন তারা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন বলেন, “মাদক বিরোধী অভিযানে গেলে মাজারের লোকজন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। যে কারণে অভিযান পরিচালনা করতে না পেরে আমরা ফিরে আসতে বাধ্য হয়েছি। কারা এই উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছেন তদন্ত সাপেক্ষে বলা যাবে। আপাতত এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।”

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, “প্রশাসনের লোকজন দেখেই উষ্মা প্রকাশ করেন লাল পোশাক পরিহিত কিছু উচ্ছৃঙ্খল ভক্ত-আশেকান। প্রশাসন কাজ শুরুর আগেই তারা আক্রমণাত্মক আচরণ শুরু করেন। বাধার মুখে শেষ পর্যন্ত  প্রশাসনের লোকজন ফিরে আসেন।”

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান বলেন, ““আমিও শুনেছি ঘটনাটি। আমরা রেগুলার মামলার প্রস্তুতি নিচ্ছি।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেস সদস্য ও কর্মকর্তার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা
  • যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেস সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তার ওপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা
  • কুষ্টিয়ায় মাজারে মাদক বিরোধী অভিযানে বাধা 
  • আ.লীগ নিষিদ্ধের দাবিতে যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল
  • গণমাধ্যমে নারীর নেতিবাচক উপস্থাপন বন্ধের সুপারিশ 
  • খুলনায় ৩ ঘণ্টা বন্ধ ছিল বাস চলাচল