বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতির ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদের নির্বাচনী (লিখিত এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে ২ হাজার ৪৭৪ জন উত্তীর্ণ হয়েছেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তি এই ফল ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতির ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে লোকবল নিয়োগের জন্য গতকাল লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিকভাবে মোট ২ হাজার ৪৭৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ১৪ মার্চ পরবর্তী পরীক্ষায় অংশ নিতে হবে। ওই দিন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ (বালক শাখা) সেকশন-১১, পল্লবী, মিরপুর, ঢাকায় সকাল ১০টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের বরাবর পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র ও কালো কালির বলপয়েন্ট অবশ্যই সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এর আগে ইস্যুকৃত প্রবেশপত্রের নির্দেশনাবলি যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ, সংশোধিত পদ ৭৫১৮ ঘণ্টা আগে

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এই লিংকে দেখা যাবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

যৌন কেলেঙ্কারি থেকে ওভাল অফিসে

প্রায় দুই দশক হয়ে গেল ধারাবাহিকভাবে নিজেকে পপ কালচারের আলোচিত চরিত্র হিসেবে ধরে রেখেছেন কার্ডাশিয়ান। তাঁর প্রতিটি পদক্ষেপই যেন জন্ম দেয় আলোচনার। খুব কম তারকাই এতটা তারকাখ্যাতি সামলাতে পারেন, কিন্তু কার্ডাশিয়ান অন্য ধাতুতে গড়া। বিখ্যাত হওয়ার জন্যই যেন বিখ্যাত হয়েছেন তিনি।
এই এখন যেমন একটি মামলাকে কেন্দ্র করে আলোচনায় ৪৪ বছর বয়সী এই তারকা। ২০১৬ সালে প্যারিস ফ্যাশন উইকে গিয়ে ডাকাতের কবলে পড়েছিলেন। হোটেলকক্ষে সেই ডাকাতির ঘটনায় তাঁর কয়েক মিলিয়ন ডলারের অলংকার খোয়া যায়। কার্ডাশিয়ান অভিযোগ করেন, মাথায় অস্ত্র ঠেকিয়ে এসব অলংকার লুট করা হয়। চুরি যাওয়া অলংকারের মধ্যে ছিল কার্ডাশিয়ানের তখনকার স্বামী র‍্যাপার কানিয়ে ওয়েস্টের দেওয়া হীরার আংটি। এ ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করা হয়। ২৮ এপ্রিল প্যারিসে মামলাটির পরবর্তী শুনানি।

তারকাখ্যাতি
১৯৮০ সালের ২১ অক্টোবর লস অ্যাঞ্জেলেস কিম কার্ডাশিয়ানের জন্ম। বড় হতে নানা ধরনের ঘটনার সাক্ষী হন তিনি। ১৯৯১ সালে তাঁর বাবা দুঁদে আইনজীবী রবার্টের সঙ্গে মা ক্রিসের বিচ্ছেদ হয়ে যায়। আবার বিয়ে করেন মা। পাত্র ১৯৭৬ সালের অলিম্পিকে ডেকাথলনজয়ী ব্রুস জেনার। পরে ব্রুস আবার রূপান্তরিত হন। নাম হয় কেইলিন জেনার। বছর কয়েক পর কার্ডাশিয়ানের বাবা রবার্ট বিখ্যাত এক মামলা লড়েন। ১৯৯৫ সালে মার্কিন ফুটবল কিংবদন্তি ওজে সিম্পসনের বিরুদ্ধে সাবেক স্ত্রী ও তাঁর বন্ধুকে হত্যার অভিযোগ ওঠে। সিম্পসনের হয়ে রবার্টই মামলাটি লড়েন এবং সিম্পসনকে ছাড়িয়ে আনেন।

কিম কার্ডাশিয়ান। এএফপি ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ