চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
Published: 1st, March 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ নির্দেশ দেন।
জানা গেছে, ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন আলম নামের এক স্থানীয় সংবাদকর্মী। তিনি জানান, তাকে থানায় আটক করে নির্যাতন করা হয়েছে।
ওই সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এম জি
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
সংবিধান সংশোধনীর সব ক্ষেত্রে গণভোট প্রয়োজন নয়: সালাহউদ্দিন আহমেদ
সংবিধান সংশোধনের প্রতিটি প্রস্তাবে গণভোট আয়োজনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদ নিয়ে গণভোটের উদ্যোগ নিতে চাইলে, তা পরবর্তী সংসদে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে বলেও মত দেন তিনি।
মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপের তৃতীয় দফা বৈঠকে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না— এমন প্রস্তাবে আমরা ভিন্নমত দিয়েছি। আমাদের প্রস্তাব হলো, টানা দুই মেয়াদের বেশি না থাকলেও এক মেয়াদ বিরতি দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা যেতে পারে।”
আরো পড়ুন:
শেখ হাসিনা-রেহানা-জয় ও পুতুলসহ ১০ জনের ‘এনআইডি লক’
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের পর নতুন একটি ধারা সংযোজনের পক্ষে মত দিয়েছে বিএনপি। এ বিষয়ে পরবর্তী সময়ে সংসদে আলোচনা হবে বলে জানান তিনি। এ ছাড়া, রাষ্ট্রপতি সংসদের উভয়কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার প্রস্তাবে বিএনপি একমত বলেও জানান সালাহউদ্দিন।
ঐকমত্য কমিশনের প্রস্তাব—একই ব্যক্তি সরকারপ্রধান, দলপ্রধান ও সংসদ নেতা হতে পারবেন না—বিষয়ে বিএনপি দ্বিমত জানিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বিষয়টি উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছি। কারণ, একই ব্যক্তি দলীয় প্রধান ও সরকারপ্রধান হতে পারবেন না—এমন চর্চা বিশ্বের কোথাও দেখা যায় না।”
বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। সালাহউদ্দিন বলেন, “পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতা বা বহুত্ববাদ কোনোটিই নেই। তবে কমিশনের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার যুক্ত করার বিষয়টি আমরা সমর্থন করেছি।”
তথ্যপ্রযুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “সংবিধানে জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত। তবে একে শুধু অন্তর্ভুক্ত করলেই হবে না, রাষ্ট্র যেন এই ইন্টারনেট সুবিধা থেকে জনগণকে বঞ্চিত করতে না পারে— সেটাও নিশ্চিত করতে হবে।”
ঢাকা/আসাদ/এনএইচ