বন্ধুবান্ধবের ছেলে-মেয়েরা বলে, ‘আন্টি তুমি এত ইয়াং’
Published: 1st, March 2025 GMT
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ছোট্ট গ্রাম বীরহুলিতে আমার বাড়ি। ছোটবেলায় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতাম। খেলাধুলার ব্যাপারে বাধা না দিলেও খেলাকে পেশা হিসেবে নেওয়ার ব্যাপারে বাড়িতে আপত্তি ছিল। তাই স্কুলের গণ্ডি পেরোনোর পর মাথা থেকে খেলার ভূত নামাতে হয়। কলেজ আর বিশ্ববিদ্যালয়জীবনেও আর খেলার মাঠে ফেরা হয়নি। তবে খেলোয়াড় না হতে পারার আক্ষেপ সব সময়ই আমাকে পোড়াত।
২০০৮ সালের দিকে আমার সঙ্গী হয় সাইকেল। ভ্রমণ বরাবরই পছন্দ, তাই সাইকেল নিয়ে বিভিন্ন গ্রুপের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় বেড়াতাম। পাহাড়-পর্বতে ট্রেকিংয়েও যেতাম। বেড়ানোর পাশাপাশি আমরা কয়েকজন আবার সাইকেল র্যালি, দল বেঁধে ট্রেকিংয়ের আয়োজন করতাম। সেই ধারাবাহিকতায় ২০১৬ সালের শুরুর দিকে ঢাকায় উইমেন্স ম্যারাথনের আয়োজন করলাম। অনেকটা কৌতূহলবশেই প্রতিযোগী হিসেবে নিজেও নাম লেখালাম। শেষ মুহূর্তে সংশয়, অনেক দিন ধরে খেলাধুলার মধ্যে নেই, এত দূর দৌড়াতে পারব তো। ম্যারাথনে আর অংশ নেওয়া হলো না। তবে অগ্রগতি কিছুটা হলো, একই বছরের ডিসেম্বরে দিনাজপুরে হাফ ম্যারাথনে প্রথমবার এত লম্বা দৌড় প্রতিযোগিতায় অংশ নিলাম। মাত্র আড়াই ঘণ্টায় দৌড় শেষ করে মনে হলো—আরে দৌড়ানো তো বেশ সহজ!
আরও পড়ুনবুয়েটে প্রথম তোফায়েল বললেন, সময়ের দিকে তাকাইনি২৭ ফেব্রুয়ারি ২০২৫দেশ–বিদেশের ম্যারাথনে অংশ নেন সিফাত ফাহমিদা নওশিন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পিএসসির নতুন সদস্যদের শপথ কাল
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া সাত সদস্যের শপথ গ্রহণ আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এই সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফরিদ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম।
গত ১৯ ফেব্রুয়ারি তাঁদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাঁদের এ নিয়োগ দিয়েছেন। সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে, সদস্যরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।
এর আগে গত ১৩ জানুয়ারি পিএসসিতে নিয়োগ পাওয়া ছয় সদস্যের নিয়োগের আদেশ শপথ গ্রহণের আগেই বাতিল করা হয়। পিএসসির একটি সূত্র তখন প্রথম আলোকে বলেছিল, নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্যকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার কারণে তাঁদের শপথ স্থগিত করা হয়। নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্য বিগত সরকারের ঘনিষ্ঠজন হওয়ায় এই সমালোচনা হচ্ছিল। যাঁদের নিয়োগ বাতিল করা হয়েছিল, তাঁরা হলেন অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহমদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।