ধামরাইয়ে লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ
Published: 1st, March 2025 GMT
ঢাকার ধামরাইয়ে লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে স্বামী ও স্ত্রী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। তাঁদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা আসিফ (২৪) ও তাঁর স্ত্রী শান্তা (২১)। তাঁরা ধামরাই উপজেলার কুমড়াইলে ভাড়া বাসায় থাকতেন। আসিফ রিকশাচালক ও তাঁর স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।
স্থানীয় লোকজন বলেন, রাত পৌনে ১২টার দিকে কুমড়াইল এলাকায় কুববাত হোসেন নামের এক ব্যক্তির দ্বিতল ভবনের নিচতলার বাসার একটি কক্ষে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই কক্ষবিশিষ্ট ওই বাসায় আসিফ ও তাঁর স্ত্রী শান্তা থাকেন। বিস্ফোরণে দুটি কক্ষের তিনটি পাকা দেয়ালের বেশ কিছু অংশ ভেঙে যায়। বিস্ফোরণের পর আগুনে কিছু আসবাব পুড়ে যায়। আগুন লাগার পরপরই কক্ষ থেকে আসিফ-শান্তা দম্পতি বের হয়ে আসেন। এ সময় তাঁদের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসানো ছিল। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান।
একই ভবনের অপর ভাড়াটে রজ্জব আলী বলেন, ‘রাতে বিকট শব্দ শুনে সেখানে গিয়ে আগুন দেখতে পাই। পরে আগুন নিভিয়ে ফেলি। আগুনে দগ্ধ দুজনকে রিকশায় করে হাসপাতালে পাঠানো হয়।’
ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সোহেল রানা প্রথম আলোকে বলেন, বাড়িটিতে তিতাস গ্যাসের সংযোগ আছে। তবে ওই দম্পতি কক্ষে সিলিন্ডার গ্যাসও ব্যবহার করতেন। সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেছে এবং সিলিন্ডারে গ্যাসও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিতাসের গ্যাসের সংযোগ লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। দগ্ধ ব্যক্তিদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘রাম’ নয়, সিনেমায় ‘রাবণ’ হতে চান যশ
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। পৌরাণিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এ ছবিতে রাম-সীতারূপে পর্দায় আসবেন রণবীর কাপুর ও সাই পল্লবী। তবে নীতেশ তিওয়ারি সবচেয়ে বড় চমক দিতে চলেছেন লঙ্কাপতি রাবণের ভূমিকায় কন্নড় সুপারস্টার যশকে এনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ রাবণের চরিত্রে অভিনয় করা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন।
‘রামায়ণ’ নীতেশ তিওয়ারির স্বপ্নের প্রকল্প। রাম-সীতার ভূমিকায় রণবীর কাপুর এবং সাই পল্লবীকে এনে তিনি নতুন জুটি উপহার দিচ্ছেন। তবে দর্শকের জন্য বড় চমক, রাবণের চরিত্রে প্যান ইন্ডিয়া তারকা যশের নামটি। সাধারণত বড় পর্দার সুপারস্টাররা নেতিবাচক চরিত্র থেকে নিজেদের দূরেই রাখেন। আর সেখানে রাবণের চরিত্রে যশের মতো সুপারস্টার কী করে অভিনয় করছেন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। আর সেই প্রশ্নের জবাব দিয়েছেন খোদ যশ।
তিনি ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে যশ বলেছেন, ‘রাবণের চরিত্রটি আমার জন্য বিশেষ। আমি অন্য কোনো কারণবশত এ চরিত্রে অভিনয় করছি তা কিন্তু নয়। আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন যে রাম বা অন্য কোনো চরিত্রে আমি অভিনয় করতে চাইব কি না। আমার জবাব তখন না-ই হবে। আমি সরাসরি না করে দেব। রাবণের চরিত্রে ভিন্ন ভিন্ন স্তর আছে। আর এ বিষয়টা আমার দারুণ পছন্দ। রাবণের চরিত্রটিকে নানানভাবে তুলে ধরা সম্ভব। সত্যি বলতে আমি রাবণের চরিত্রে অভিনয় করার জন্য অত্যন্ত রোমাঞ্চিত।’
গত বছর থেকে ‘রামায়ণ’ ছবির শুটিং শুরু হয়ে গেছে। কিছুদিন আগে যশ মুম্বাইয়ের অক্ষা বিচে এই ছবির শুটিং শুরু করেছেন। রণবীর ও সাই পল্লবী নিজের অংশের শুটিং সম্পূর্ণ করেছেন। যশ এখন এই ছবির শুটিংয়ে ব্যস্ত। ‘রামায়ণে’ সানি দেওলকে হনুমানের ভূমিকায় দেখা যাবে। নীতেশ তিওয়ারি ছবিটিকে দুই ভাগে রিলিজ করবেন। প্রথম ভাগটি ২০২৬ সালের ৬ নভেম্বর মুক্তি পাবে। আর শেষ ভাগটি আসবে ২০২৭ সালে। জানা গেছে, ‘রামায়ণ’ ছবির বাজেট ৮০০ কোটি মতো।
আরও পড়ুনট্রেন্ডিংয়ের শীর্ষে, ১০ ছবিতে চিনে নিন ‘কেজিএফ’ অভিনেত্রীকে২৮ ফেব্রুয়ারি ২০২৫‘কেজিএফ’ ছবির চূড়ান্ত সফলতার পর যশের জনপ্রিয়তা এখন দেশজুড়ে। এমনকি বিদেশেও ছড়িয়ে পড়েছে এই তারকার নাম। যশকে আগামী দিনে ‘টক্সিক’ ছবিতে দেখা যাবে। এই অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিতে তাঁকে বেশ কিছু লোমহর্ষ অ্যাকশন দৃশ্য করতে দেখা যাবে।