শেখ মুজিব পরিবারের নামে থাকা চারটি স্থাপনার নতুন নামকরণ
Published: 1st, March 2025 GMT
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শেখ পরিবারের নামে থাকা চারটিসহ মোট পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে রিজেন্ট বোর্ডের সভা শুরু হয়। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মো.
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন’–এর নতুন নাম ‘কবি নজরুল একাডেমিক ভবন’, ‘শেখ হাসিনা ছাত্রী হল’–এর নতুন নাম ‘তাপসী রাবেয়া ছাত্রী হল’, ‘শেখ রাসেল জিমনেশিয়াম’ এখন ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়াম’, ‘ওয়াজেদ মিয়া উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্র’–এর নাম পরিবর্তন হয়ে ‘ইনস্টিটিউট ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ’ এবং ঝিনাইদহে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ভেটেরিনারি কলেজের ছাত্র হলের নতুন নামকরণ হয়েছে ‘কবি গোলাম মোস্তফা ছাত্র হল’।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক হোসেন আল মামুন বলেন, ‘খুবই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এসব স্থাপনার নাম পরিবর্তনের জন্য নতুন নাম আহ্বান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া নাম রিজেন্ট বোর্ডের সভায় যাচাই–বাছাই করে নতুন নামকরণের সিদ্ধান্ত হয়েছে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাতের মাঠ দিনাজপুরের গোর–এ–শহীদের নামকরণের ইতিহাস
ছবি: প্রথম আলো