গাজীপুর সদর উপজেলায় এক অটোচালককে হত্যার পর লাশটি গজারিবনে ফেলে গেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে সিংড়াতলী এলাকার গজারিবনের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই চালকের নাম ইয়াসিন রানা (২৩)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সুতারপাড়া এলাকার বাসিন্দা। গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

পুলিশ ও পরিবারসূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বের হন ইয়াসিন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। আজ শনিবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা গজারিবনের ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক ইয়াসিনের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা দুর্বৃত্তরা। তবে তাঁর অটোরিকশাটি খোয়া যায়নি। ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এটি উদ্ধার করা হয়েছে। সম্ভবত কোনো কারণে ছিনতাইকারীরা এটি নিয়ে পালাতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফজলুল কাদের চৌধুরীর নামে হল চায় না চবি ছাত্র ইউনিয়ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পুরাতন শামসুন নাহার হলটি ছাত্র হলে রূপান্তর করে ফজলুল কাদের চৌধুরীর নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে চবির অন্যতম প্রতিষ্ঠাতা ফজলুল কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধীর অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

একইসঙ্গে এ হলটির নাম পদার্থবিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামের নামে নামকরণের দাবি জানিয়েছে তারা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির চবি সংসদের নেতারা।

এ সময় লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ বলেন, “ফজলুল কাদের চৌধুরী ও তার ছেলে রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরী মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রাম অঞ্চলে পাকিস্তানি বাহিনীর প্রধানতম দালাল হয়ে কাজ করেছিলেন। চট্টগ্রামে শান্তি কমিটি, রাজাকার বাহিনী, আল বদর ও আল শামস বাহিনী গঠনে তিনি ভূমিকা পালন করেন।”

তিনি বলেন, “এছাড়া একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি বাহিনী গণহত্যা শুরু করার পর মুসলিম লীগের শীর্ষনেতা মানিক মোহাম্মদ কাসিমকে সঙ্গে নিয়ে ফজলুল কাদের চৌধুরী গভর্নর টিক্কা খানের সঙ্গে দেখা করেন। এতে তিনি কীভাবে পাকিস্তানি মিলিটারি বাহিনীকে সহযোগিতা করা যায় এবং তৎকালীন পূর্ব বাংলার স্বাধীনতার সংগ্রাম ধূলিসাৎ করা যায়, তা নিয়ে আলোচনা করেন।”

তিনি আরো বলেন, “ফজলুল কাদের চৌধুরীর গুডস হিলের বাড়িটি চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের নির্যাতনের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর নৌযানে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় আনোয়ারা উপজেলায় গহীরা উপকূলে মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়ে তিনি। পরে তাকে বাঙালির বিরুদ্ধে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী করা হয়।”

হলটির নাম বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের নামে করার দাবি জানিয়ে ছাত্র ইউনিয়ন নেতা বলেন, “যে মানুষটা কখনো চায়নি বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের জন্ম হোক, যিনি সরাসরি মুক্তিযোদ্ধাদের হত্যার সঙ্গে জড়িত ছিল- তার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন নির্মিতব্য আবাসিক হলের নামকরণের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অবিলম্বে স্বাধীনতাবিরোধী ফজলুল কাদের চৌধুরীর নাম বাতিল করতে হবে। এই হলের নাম বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম ঘোষণা করতে হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সুদীপ্ত চাকমা, সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নয়ন কৃষ্ণ সাহা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহেল রানা, চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শুভ দেবনাথ প্রমুখ। 

এর আগে, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে ৫৫৯তম সিন্ডিকেট সভায় তিনটি হলসহ ছয়টি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সভায় পুরাতন ও পরিত্যক্ত শামসুন নাহার হলটির নামকরণ করা হয় ফজলুল কাদের চৌধুরী হল।

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবি গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী
  • অনুবাদকেরা আন্তর্জাতিক স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন: আলী আহমদ 
  • ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের ক্লাস বর্জন প্রত্যাহার
  • ফজলুল কাদেরের নামে হল চায় না ছাত্র ইউনিয়ন   
  • ভোটে শুরু বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া
  • ফজলুল কাদের চৌধুরীর নামে হল চায় না চবি ছাত্র ইউনিয়ন
  • যুদ্ধাপরাধীর বাবার নামে আবাসিক হলের সিদ্ধান্ত স্বাধীনতাবিরোধী: ছাত্র ইউনিয়ন
  • হামলা চালিয়ে আদালত চত্বর থেকে দুই আসামিকে তুলে নিয়ে গেল বাদীর লোকেরা