গোলশূন্য ড্র হলে কোনো পয়েন্ট নয়—পিকের প্রস্তাব
Published: 1st, March 2025 GMT
স্টেডিয়ামে যাওয়া ফুটবল দর্শকদের জন্য সবচেয়ে বিরক্তিকর বিষয় কী? নিশ্চয় গোলশূন্য ড্র দেখে ফিরে আসা।
গোল না হলেই যে ম্যাচ ম্যাড়ম্যাড়ে হয়, ব্যাপারটা তেমন নয়। শূন্য-শূন্য ড্র ম্যাচও অনেক ক্ষেত্রে রোমাঞ্চ ও উত্তেজনা ছড়ায়। তবে দিন শেষে ফুটবল গোলের খেলা। গাঁটের পয়সা খরচ করে বিপুল দর্শক গোল দেখার জন্যই মাঠে যান।
কিন্তু দুই দল সমানসংখ্যক গোল করে যেমন ১ পয়েন্ট করে পায়, আবার গোলশূন্য ড্র করলেও ১ পয়েন্ট করে পায়। জেরার্ড পিকে ফুটবলের এই নিয়মেরই বদল চান। স্পেন ও বার্সেলোনার এই কিংবদন্তি গোলশূন্য ড্র ম্যাচে কাউকেই পয়েন্ট না দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
আরও পড়ুনআফগানিস্তানকে অসম্ভব সমীকরণের মুখে ফেলে সেমিফাইনালে অস্ট্রেলিয়া১৬ ঘণ্টা আগে২০২২ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দিয়েছেন পিকে। এর পর থেকে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে ফুটবলের প্রতি আরও আকৃষ্ট করতে কিংস লিগ নামে একটি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছেন। প্রতিযোগিতাটি এরই মধ্যে জনপ্রিয় হয়ে ওঠায় বিশ্বের নানা দেশে ছড়িয়ে দিতে চান পিকে। এই কিংস লিগের কিছু নিয়ম অদ্ভুত। যেমন ১ গোলকে ২ গোলের সমান বিবেচনা করা হয়, এক দলে সাত খেলোয়াড়ের বেশি খেলতে পারেন না, যত খুশি তত বদলি নামানো যায়, এমনকি চাইলে যে কেউ মুখোশ পরে বা সং সেজে খেলতে পারেন।
জেরার্ড পিকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ হারাল দুজন
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোমবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভাওড়পাড়া এলাকার আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) ও একই গ্রামের মক্তবপাড়া এলাকার আকরামের ছেলে মিনহাজ (১৬)। আশিকুর এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, ঈদের দিন মোটরসাইকেলে তিন বন্ধু পাশের টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারের কাছে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মিনহাজ মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আশিকুর মারা যায়। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর বন্ধু জিহাদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান বলেন, এ ব্যাপারে সখিপুর থানায় কোনো অভিযোগ হয়নি।