সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সংস্কারগুলো দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তাহলে দ্রুত একটি নির্বাচন হতে পারে। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে।

আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুজন আয়োজিত এক মানববন্ধনে বদিউল আলম এসব কথা বলেন। তিনি বলেন, কোনোভাবেই এটা চাওয়া নয়।

সুজনের সম্পাদক বলেন, আন্দোলন কিন্তু শুধু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উদ্দ্যেশ্যে নয়; এটা ছিল স্বৈরাচারী ব্যবস্থার বিতরণ ও স্বৈরাচারী পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন। স্বৈরাচারী পদ্ধতি শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল।

বদিউল আলম আরও বলেন, শেখ হাসিনা আকাশ থেকে আবির্ভূত হননি, একটি পদ্ধিতির মধ্য দিয়ে তিনি তা হয়েছেন। এই পদ্ধতির সংস্কারের প্রয়োজন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে রাজনৈতিক অঙ্গনকেও পরিচ্ছন্ন করা লাগবে। নয়তো আবারও স্বৈরাচার তৈরি হবে। এই লুই কানের সুন্দর ভবনে যেন অসুন্দর মানুষ আর ঢুকতে না পারে।

সুজন বিদেশি সাহায্য নিতে পারে না

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে মার্কিন সরকারের দেওয়া অনুদান সুজন পেয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বলেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। সুজন কোনো নিবন্ধিত সংগঠন নয়। সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না; সংগঠনটি পরিচালিত হয় বিভিন্ন ব্যক্তির সহায়তায়।

যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়ার তথ্যকে ফেক নিউজ উল্লেখ করে বদিউল আলম বলেন, ডিপ ফেক নিউজ। এর মধ্যে সামান্যতম সত্যতা নেই। স্বৈরাচারের দোসররা বিতর্কিত করার জন্য এসব অপতথ্য ছড়াচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘রাম’ নয়, সিনেমায় ‘রাবণ’ হতে চান যশ

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। পৌরাণিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এ ছবিতে রাম-সীতারূপে পর্দায় আসবেন রণবীর কাপুর ও সাই পল্লবী। তবে নীতেশ তিওয়ারি সবচেয়ে বড় চমক দিতে চলেছেন লঙ্কাপতি রাবণের ভূমিকায় কন্নড় সুপারস্টার যশকে এনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ রাবণের চরিত্রে অভিনয় করা নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন।

‘রামায়ণ’ নীতেশ তিওয়ারির স্বপ্নের প্রকল্প। রাম-সীতার ভূমিকায় রণবীর কাপুর এবং সাই পল্লবীকে এনে তিনি নতুন জুটি উপহার দিচ্ছেন। তবে দর্শকের জন্য বড় চমক, রাবণের চরিত্রে প্যান ইন্ডিয়া তারকা যশের নামটি। সাধারণত বড় পর্দার সুপারস্টাররা নেতিবাচক চরিত্র থেকে নিজেদের দূরেই রাখেন। আর সেখানে রাবণের চরিত্রে যশের মতো সুপারস্টার কী করে অভিনয় করছেন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। আর সেই প্রশ্নের জবাব দিয়েছেন খোদ যশ।

তিনি ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে যশ বলেছেন, ‘রাবণের চরিত্রটি আমার জন্য বিশেষ। আমি অন্য কোনো কারণবশত এ চরিত্রে অভিনয় করছি তা কিন্তু নয়। আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন যে রাম বা অন্য কোনো চরিত্রে আমি অভিনয় করতে চাইব কি না। আমার জবাব তখন না-ই হবে। আমি সরাসরি না করে দেব। রাবণের চরিত্রে ভিন্ন ভিন্ন স্তর আছে। আর এ বিষয়টা আমার দারুণ পছন্দ। রাবণের চরিত্রটিকে নানানভাবে তুলে ধরা সম্ভব। সত্যি বলতে আমি রাবণের চরিত্রে অভিনয় করার জন্য অত্যন্ত রোমাঞ্চিত।’

গত বছর থেকে ‘রামায়ণ’ ছবির শুটিং শুরু হয়ে গেছে। কিছুদিন আগে যশ মুম্বাইয়ের অক্ষা বিচে এই ছবির শুটিং শুরু করেছেন। রণবীর ও সাই পল্লবী নিজের অংশের শুটিং সম্পূর্ণ করেছেন। যশ এখন এই ছবির শুটিংয়ে ব্যস্ত। ‘রামায়ণে’ সানি দেওলকে হনুমানের ভূমিকায় দেখা যাবে। নীতেশ তিওয়ারি ছবিটিকে দুই ভাগে রিলিজ করবেন। প্রথম ভাগটি ২০২৬ সালের ৬ নভেম্বর মুক্তি পাবে। আর শেষ ভাগটি আসবে ২০২৭ সালে। জানা গেছে, ‘রামায়ণ’ ছবির বাজেট ৮০০ কোটি মতো।

আরও পড়ুনট্রেন্ডিংয়ের শীর্ষে, ১০ ছবিতে চিনে নিন ‘কেজিএফ’ অভিনেত্রীকে২৮ ফেব্রুয়ারি ২০২৫

‘কেজিএফ’ ছবির চূড়ান্ত সফলতার পর যশের জনপ্রিয়তা এখন দেশজুড়ে। এমনকি বিদেশেও ছড়িয়ে পড়েছে এই তারকার নাম। যশকে আগামী দিনে ‘টক্সিক’ ছবিতে দেখা যাবে। এই অ্যাকশন-থ্রিলারধর্মী ছবিতে তাঁকে বেশ কিছু লোমহর্ষ অ্যাকশন দৃশ্য করতে দেখা যাবে।

সম্পর্কিত নিবন্ধ