আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শনিবারের (১ মার্চ, ২০২৫) ম্যাচে দক্ষিণ আরফ্রিকার মুখোমুখি হচ্ছে আসর থেকে ইতিমধ্যেই ছিটকে পড়া ইংল্যান্ড। দুপুর ৩টায় গ্রুপ বি’র এই ম্যাচ অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে।

এই ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে জস বাটলারের ইংল্যান্ডের অধিনায়কত্ব। শক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি ব্যাপারটি নিশ্চিত করেন। শেষবারের মতো ইংলিশদের জার্সিতে টস করতে নেমে জয় লাভ করেন বাটলার। এই ৩৪ বছর বয়সী কিপার ব্যাটসম্যান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।  

বাটলার বলেন, “উইকেট বেশ ভালো মনে হচ্ছে, যদিও কিছু ফাটল রয়েছে।” তিনি যোগ করেন যে, আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার খেলার ধরন এই ম্যাচে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করার ভাবনাকে প্রভাবিত করেছে।

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বাটলার বলেন, “মনে হয়েছিল সরে দাঁড়ানোর সঠিক সময়, অপেক্ষা করে সিদ্ধান্ত নেবার দরকার ছিল না। সময় এসেছে এগিয়ে যাওয়ার। শেষবারের মতো নেতৃত্ব দিতে পেরে সম্মানিত বোধ করছি। ভালো পারফরম্যান্স দিয়ে বিদায় নিতে চাই।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গলা টিপে ধরা ও মারধরের অভিযোগে সাবেক অস্ট্রেলিয়ান ওপেনারের শাস্তি

অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম সেরা দলটার ওপেনার ছিলেন। খেলোয়াড়ি জীবন শেষে অন্য অনেকের মতো বেছে নিয়েছিলেন টেলিভিশন ধারাভাষ্যকারের পেশা। সেই মাইকেল স্ল্যাটারের জীবন কীভাবেই না বদলে গেল!

ঘরোয়া সহিংসতার মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান ওপেনার। চার বছরের জেল হয়েছে তাঁর। তবে আপাতত স্থগিত থাকছে শাস্তি, আবারও এ ধরনের অপরাধ করলে জেলে যেতে হবে তাঁকে।

আরও পড়ুনআগের মতোই নোংরা-পচা ঢাকা লিগ২ ঘণ্টা আগে

গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার মারুচিডোর আদালতে দাঁড়িয়ে স্ল্যাটার নিজের দোষ স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একজন নারীর সঙ্গে খারাপ আচরণ করেছেন, এমনকি তাঁকে দুবার গলা চেপে ধরেছিলেন।

শুধু তা–ই নয়, সেই নারীকে বারবার বিরক্ত করেছেন, মারধর করেছেন, এমনকি একবার জোর করে তাঁর বাসায়ও ঢুকে পড়েছিলেন। ঘটনাগুলো ঘটেছিল ২০২৩ সালের ডিসেম্বরে, কুইন্সল্যান্ডের সানশাইন কোস্টে। তদন্ত করতে গিয়ে পুলিশ স্ল্যাটারের ফোনে কিছু বাজে বার্তাও পায়, যেগুলো তিনি ওই নারীকে পাঠিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টেস্ট খেলেছেন স্ল্যাটার

সম্পর্কিত নিবন্ধ