আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শনিবারের (১ মার্চ, ২০২৫) ম্যাচে দক্ষিণ আরফ্রিকার মুখোমুখি হচ্ছে আসর থেকে ইতিমধ্যেই ছিটকে পড়া ইংল্যান্ড। দুপুর ৩টায় গ্রুপ বি’র এই ম্যাচ অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে।

এই ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে জস বাটলারের ইংল্যান্ডের অধিনায়কত্ব। শক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি ব্যাপারটি নিশ্চিত করেন। শেষবারের মতো ইংলিশদের জার্সিতে টস করতে নেমে জয় লাভ করেন বাটলার। এই ৩৪ বছর বয়সী কিপার ব্যাটসম্যান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।  

বাটলার বলেন, “উইকেট বেশ ভালো মনে হচ্ছে, যদিও কিছু ফাটল রয়েছে।” তিনি যোগ করেন যে, আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার খেলার ধরন এই ম্যাচে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করার ভাবনাকে প্রভাবিত করেছে।

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বাটলার বলেন, “মনে হয়েছিল সরে দাঁড়ানোর সঠিক সময়, অপেক্ষা করে সিদ্ধান্ত নেবার দরকার ছিল না। সময় এসেছে এগিয়ে যাওয়ার। শেষবারের মতো নেতৃত্ব দিতে পেরে সম্মানিত বোধ করছি। ভালো পারফরম্যান্স দিয়ে বিদায় নিতে চাই।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রবিবার

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রবিবার (২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। আজ এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশে সেহরি খাবেন তারা।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (১ মার্চ) দেশটিতে শুরু হয়েছে পবিত্র ও মহিমান্বিত এ মাস। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার রমজানের চাঁদের দেখা গেছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ শনিবার (১ মার্চ) রোজা শুরু করেছেন। তারা শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ