টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ফিল্ডিয়ে পাঠালেন বাটলার
Published: 1st, March 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শনিবারের (১ মার্চ, ২০২৫) ম্যাচে দক্ষিণ আরফ্রিকার মুখোমুখি হচ্ছে আসর থেকে ইতিমধ্যেই ছিটকে পড়া ইংল্যান্ড। দুপুর ৩টায় গ্রুপ বি’র এই ম্যাচ অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে।
এই ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে জস বাটলারের ইংল্যান্ডের অধিনায়কত্ব। শক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি ব্যাপারটি নিশ্চিত করেন। শেষবারের মতো ইংলিশদের জার্সিতে টস করতে নেমে জয় লাভ করেন বাটলার। এই ৩৪ বছর বয়সী কিপার ব্যাটসম্যান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাটলার বলেন, “উইকেট বেশ ভালো মনে হচ্ছে, যদিও কিছু ফাটল রয়েছে।” তিনি যোগ করেন যে, আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার খেলার ধরন এই ম্যাচে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করার ভাবনাকে প্রভাবিত করেছে।
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বাটলার বলেন, “মনে হয়েছিল সরে দাঁড়ানোর সঠিক সময়, অপেক্ষা করে সিদ্ধান্ত নেবার দরকার ছিল না। সময় এসেছে এগিয়ে যাওয়ার। শেষবারের মতো নেতৃত্ব দিতে পেরে সম্মানিত বোধ করছি। ভালো পারফরম্যান্স দিয়ে বিদায় নিতে চাই।”
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মিয়ানমারে ভূমিকম্পে আহতদের জন্য রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা হিসেবে দেশটিতে এক টন হাইজিন কিট পাঠিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।
মঙ্গলবার সকালে সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.) কুর্মিটোলা বিমান বাহিনী ঘাঁটিতে সহকারী বিমান বাহিনী প্রধান এভিএম জাভেদ তানভীরের কাছে আনুষ্ঠানিকভাবে ২০০ প্যাকেট হাইজিন কিট হস্তান্তর করেন।
অন্যান্য ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৮ টন শুকনো খাবার, ২.৫ টন পানি, ৪ টন ওষুধ, ১ টন হাইজিন পণ্য এবং ১.৫ টন ত্রাণ তাঁবু।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে জরুরি ওষুধ এবং ত্রাণ সামগ্রীর দ্বিতীয় চালানে এ সহায়তা পাঠানো হয়েছে।
এছাড়াও ৩৭ জন সদস্যসহ মোট ৫৫ জন উদ্ধারকারী এবং চিকিৎসককে মিয়ানমারের জন্য জরুরি উদ্ধার কাজ ও সহায়তায় পাঠানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
ত্রাণ সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব সুলতান আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক অভিযান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা, কর্নেল শফিক (সামরিক অভিযান) এবং বিডিআরসিএস এর ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত রোববার (৩০ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে মিয়ানমারে জরুরি ত্রাণ সামগ্রীর প্রথম চালান পাঠানো হয়েছিল। যার মধ্যে ছিল ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসক দল।