আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে হেরে বিদায় ঘন্টা বেজে গিয়েছে ইংল্যান্ডের। তুমুল সমালোচনার মুখে পড়েন থ্রি-লায়ন্স কাপ্তান জস বাটলার। ইংলিশদের সাদা বলে টানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৫) অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেন বাটলার। বাটলার যেহেতু নেতৃত্ব থেকে সরেই দাঁড়ালেন, তাহলে শনিবার (১ মার্চ, ২০২৫) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসরের শেষ ম্যাচের দায়িত্বে কে থাকবেন?

শুক্রবার ইংল্যান্ড দলের সংবাদ সম্মেলনে বাটলার উপস্থিত হন কোচ ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে। মিডিয়া ম্যানেজার আগেই জানিয়ে দিলেন মাত্র তিনেক প্রশ্নের উত্তর দেবেন বাটলার। কথা অনুযায়ী, নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর তিন প্রশ্নের উত্তর দিয়ে রুম থেকে চলে যান বাটলার। চ্যাম্পিয়নস ট্রফিতে প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচে নেতৃত্বে কে থাকবেন সেই প্রশ্নটাই নিলেন না উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে।

সেই উত্তর জানাতে হলো ইংলিশদের কিউই কোচকে। সংবাদ সম্মেলনে কোচ ম্যাককালাম বলেন, “জস (বাটলার) এই ম্যাচেও নেতৃত্ব দেবে। অধিনায়ক হিসেবে এটিই হবে তার শেষ ম্যাচ। আশা করি, ছেলেরা ভালোভাবে নিজেদের মেলে ধরে তাকে ভালোভাবেই বিদায় জানাবে।”

আরো পড়ুন:

ব্যর্থ মিশন শেষে দেশে ফিরলেরন শান্ত-মুশফিকরা

চ্যাম্পিয়নস ট্রফিতে বিনা খরচে ইফতার পাবে দর্শকরা 

বাটলারের নেতৃত্বে এখনও পর্যন্ত ইংল্যান্ড ৪৪টি একদিনের ম্যাচ খেলে ১৮টি জিতেছে, ২৫টি হেরেছে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সাদা বলের পারফরম্যান্স তো আরও বাজে। ইংলিশরা শেষ ২১টি ওয়ানডে ম্যাচের ১৫টিতে হেরেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে হার তাদেরকে ছিটকে দেয় আসর থেকে। তার আগে ভারতের কাছে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটোয়াশ হয় বাটলারের দল।

মূলত ২০২২ এর জুন মাসে ইয়ন মরগানের অবসরের পর ইংল্যান্ডকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার জন্য বাটলারকে অধিনায়ক করেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সে বছর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দেন বাটলার।

বাটলারের নেতৃত্বে পাশাপাশি ৫১টি টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন তিনি। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ২৬টি ম্যাচ, হেরেছে ২২টি ম্যাচ এবং তিনটির ফলাফল হয়নি।

বাটলারের অধিনায়কত্বে পরপর তিনটি বড় টুর্নামেন্টে ব্যর্থ হলো ইংল্যান্ড। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এবারের চ্যাম্পিয়নস ট্রফি। ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটার নিজেও ফর্মে নেই। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে বাটলার বলেছেন, “সরে যাওয়ার জন্য এটাই আমার এবং দলের জন্য সেরা সময়।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

অন্তর্বর্তী সরকারে নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায়নি: নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে দেশে সংস্কারের সুযোগ এসেছে। আন্দোলনের ফলে একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। দেশে বিরাজমান বৈষম্যগুলো চিহ্নিত করে নারীর প্রতি বৈষম্য নিরসনে কাজ করতে হবে। তাঁর মতে, সরকারের উপদেষ্টা পরিষদে নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায়নি।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ সামনে রেখে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অ্যাকশনএইড বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে এ কথাগুলো বলেন শিরীন পারভীন হক। তিনি বলেন, ‘আমাদের মূলধারা হবে সব ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্যের নিরসন। নারী-পুরুষের জেন্ডার বৈষম্য কমাতে কাজ করতে হবে। নারীর উন্নয়ন বিকাশে বাধাগুলো চিহ্নিত করতে হবে। অন্য সব সংস্কার কমিশনে নারী অধিকারের প্রাধান্য নিশ্চিত করতে হবে।’

বৈষম্যবিরোধী আন্দোলনে নারীদের উল্লেখযোগ্য নেতৃত্বের কথা স্বীকার করে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান বলেন, নারীদের অগ্রগতিতে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। এটা কারা করছে, কেন করছে, সেটা বের করা দরকার। জুলাইয়ের আন্দোলনে মেয়েরাই রোকেয়া হল থেকে সবার আগে বের হলো। কিন্তু পরে এত দ্রুত মেয়েরা সরে গেল কেন? জায়গা কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়নি। চাপ সৃষ্টি করে জায়গা ছাড়তে বাধ্য করা হয়েছে।

শিরীন পারভীন হক আরও বলেন, ‘সরকারের উপদেষ্টা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নারীদের অন্তর্ভুক্তি আমরা নিশ্চিত করতে পারিনি। মেয়েদের পেছনে রাখার প্রবণতা দেখা গেছে।’

নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প-২) আসিফ মাহমুদ।

আলোচনা সভায় একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, ‘নারী সুরক্ষা, অবৈতনিক কাজের স্বীকৃতি, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অবস্থান ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নসহ সমানাধিকারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছি আমরা।’

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে গণমাধ্যমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, গণমাধ্যম পেশায় নারীদের অগ্রগতি ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে এ ক্ষেত্রে সমাজে সর্বতোভাবে পরিবর্তন আনতে হবে।

দেশের প্রান্তিক পর্যায়ের তিন নারীকে ‘নাসরীন স্মৃতিপদক ২০২৫’ পুরস্কার দেওয়া হয়। ঢাকা, ২৭ ফেব্রুয়ারি

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আক্ষেপ’ নিয়ে শেষ বইমেলা
  • আজ টিভিতে যা দেখবেন (১ মার্চ ২০২৫)
  • সিদ্ধিরগঞ্জে থানা যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রতিযোগিতামূলক ক্রীড়া আয়োজন সুস্থ জাতি গঠনে সহায়তা করবে
  • এক ঝলক (২৮ ফেব্রুয়ারি ২০২৫)
  • না জিতেও সেমি ফাইনালে উঠতে পারবে আফগানরা!
  • আজ টিভিতে যা দেখবেন (২৮ ফেব্রুয়ারি ২০২৫)
  • নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
  • অন্তর্বর্তী সরকারে নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায়নি: নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান