ঝোপে পড়ে ছিল গলায় দড়ি প্যাঁচানো বৃদ্ধার লাশ
Published: 1st, March 2025 GMT
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝোপের ভেতর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সবুরা খাতুন (৭২)। তিনি উপজেলার পূর্ব খৈয়াছড়া গ্রামের মৃত মাওলা বক্সের স্ত্রী। আজ শনিবার সকালে ওই গ্রামের চেয়ারম্যান বাংলো এলাকা থেকে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, ওই বৃদ্ধাকে তাঁর জামাতা খুন করেছেন। খুনের পর ওই বৃদ্ধার কান ও গলায় থাকা সোনার গয়নাও নিয়ে গেছেন জামাতা। তিনি ঘটনার পর থেকে পলাতক।
নিহত বৃদ্ধার ছেলে মো.
মো. ওবায়দুল হক আরও বলেন, ‘গতকাল বিকেলে আমার মাকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যার পর লাশ ঝোপে ফেলে চলে গেছেন মোবারক। রাত ১০টার দিকে মোবারক এক প্রতিবেশীকে ফোন করে হত্যার বিষয়টি জানান। এরপর রাতভর আমার মায়ের লাশ খোঁজাখুঁজি করেছি। সকালে ঝোপের ভেতর লাশটি পেয়ে পুলিশকে জানাই।’ এ ঘটনায় বোনের স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করবেন বলেও জানান ওবায়দুল হক।
জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। গলায় দড়ি পেঁচিয়ে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বার্সার কাছে হেরে আনচেলত্তির কণ্ঠে বিদায়ের সুর
মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী রিয়াল মাদ্রিদের। সুপারকোপার ফাইনালে বার্সেলোনার কাছে হার দিয়ে যাত্রা শুরু, আর কোপা দেল রে’র ফাইনালেও বার্সার কাছে ৩-২ গোলে হেরে শিরোপা হাতছাড়া। চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোসরা। সব মিলিয়ে কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা।
দে লা কার্তুহা স্টেডিয়ামে শনিবার রাতে উত্তপ্ত এল ক্লাসিকোয় বার্সেলোনা তাদের ৩২তম কোপা দেল রে শিরোপা নিশ্চিত করে। প্রতিযোগিতার ইতিহাসে কারও নেই এত শিরোপা।
ইতালিয়ান কোচ আনচেলত্তিকে নিয়ে জোর গুঞ্জন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলে যোগ দিতে পারেন তিনি। কোচ এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) উভয় পক্ষই তাকে দলে নিতে আগ্রহী। তবে রিয়াল ছাড়ার প্রসঙ্গে এখনই কিছু স্পষ্ট করেননি আনচেলত্তি।
বার্সার কাছে হারের পর ৬৫ বছর বয়সী কোচ বলেন, ‘আমি রিয়াল মাদ্রিদেই থাকতে পারি, আবার ছাড়তেও পারি। দেখা যাক কী হয়। আজ এসব নিয়ে নয়, এ বিষয়ে কথা হবে আগামী সপ্তাহে।’
হার স্বত্বেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি যোগ করেন, ‘এটি ভালো একটি ম্যাচ ছিল। আমরা পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতা করেছি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আধিপত্য ছিল আমাদের। ছেলেরা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, তাই তাদের কোনো দোষ দিতে পারি না। তবে হারের কষ্ট অবশ্যই আছে।’
এখন রিয়ালের সামনে আছে কেবল লা লিগার লড়াই। ৫ ম্যাচ বাকি থাকতে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আগামী ১১ মে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ওই ম্যাচেই অনেকটা নির্ধারিত হয়ে যেতে পারে লা লিগার শিরোপার ভাগ্য।