রাতভর রাজধানীর বিভিন্ন সড়কে যৌথবাহিনীর তল্লাশি
Published: 1st, March 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্যরাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী। রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যায় যৌথবাহিনীর এই কার্যক্রম। এসময় বৈধ কাগজপত্র, লাইসেন্স ও হেলমেট না থাকা ও অনিয়মের দায়ে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
কাগজপত্র ঠিক থাকলেও অনেকেরই মাথায় নেই হেলমেট, আবার কারও হেলমেট থাকলেও নেই লাইসেন্স কিংবা গাড়ির ফিটনেস। তবুও মামলা থেকে বাঁচতে দিচ্ছেন নানা অজুহাত।
শুক্রবার রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলামোটর এলাকায় এ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি দল। এসময়, অনিয়মের দায়ে মামলা দেয়া হয় বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে।
একই সময়ে রাজধানীর কলাবাগান এলাকাতেও চেকপোস্টে বসায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। অনিয়মের দায়ে সেখানেও মামলা হয় কয়েকটি গাড়ির বিরুদ্ধে। পুলিশ বলছে, নিয়মিত এমন তল্লাশি ও টহল কার্যক্রমের ফলে কমবে অপরাধ প্রবণতা।
এম জি
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে গভীর রাতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লাটপাট : নারী-শিশু সহ আহত ৯
রূপগঞ্জের ডাক্তারখালী এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি-ঘরে হামলা, ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে স্থানীয় সন্ত্রাসীরা এ হামলা চালায়।
এসময় বাড়ির মালিক হাসিবুর রহমান (৫৫), স্ত্রী রিনা আক্তার (৪৭), ছেলে সাফওয়ান (১৩), মেয়ে মোহাইমিনা আক্তার (১৭) সহ নারী ও শিশু সহ ৯জনকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে।
পরে আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে হাসিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী হাসিবুর রহমান জানান, আমার বাড়ির পাশের একটি জমি নিয়ে পাশের বাড়ির লোকজনের সাথে আদালতে মামলা চলছে। ওই মামলার সূত্রধরে গতরাতে একই এলাকার আবুল কাশেম, আবুল হাশেম, আব্দুল জব্বার, আব্দুস সাত্তার, উজ্জল, আব্দুল গফুর, নাসির, জাফর, মফিদুল ইসলাম সহ ২০/২৫জনের একটি সস্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে রাত ২টার দিকে বাড়িতে হামলা চালায়।
এসময় আমার বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সবাইকে এলোপাথালী কোপাতে থাকে পরে আমাদের চিৎকারে আসপাশের লোকজন ছুটে এসে সন্ত্রসীরা তাদেরকেও এলাকাথারী কোপাতে থাকে।
এসময় ঘটনা সামলাতে না পেরে স্থানীয়রা আশপাশের কয়েকটি মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়েছে ঘোষণা দিলে পরে গ্রামবাসী সবাই এগিয়ে আসলে সন্ত্রসীরা আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকী দিয়ে দ্রুত পালিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রধান উপদেষ্টরা কাছে আমি এ ঘটনার সঠিক বিচার চাইা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট সহ ৯জনকে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।