শরীয়তপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
Published: 1st, March 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
জাজিরা উপজেলার মনিরুদ্দিন সরদার কান্দি এলাকায় জাজিরা-নড়িয়া সড়কে ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সিএনজি উল্টে যায়। এতে গৌতম হাওলাদার নামে এক যুবক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহত গৌতম হাওলাদার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার সন্তোষপুর গ্রামের সঞ্জয় হাওলাদারের ছেলে।
অন্য আরেক ঘটনায় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা এলাকায় সেনাবাহিনীর ট্রাকের সাথে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) নকিব আকরাম হোসেন।
শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বাচ্চা ও নারীসহ গুরুতর আহত হয় ৪ জন।
আহতরা হলেন, উপজেলার পুর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া ওছিমদ্দিন মাদবরের কান্দি এলাকার ইকবাল বেপারির স্ত্রী তাহমিনা (২৭), ছেলে ইহান (০২), শালিকা মেহনাজ (১৫)। এছাড়াও এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় ভ্যান চালক রিপন খা (৬৫)।
এনজে
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: এল ক য়
এছাড়াও পড়ুন:
আ.লীগকে যারা ফিরিয়ে আনতে চায়, তাদের প্রতিহত করার ঘোষণা
আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায়, সমাবেশ থেকে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়ি এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন এনসিপির নেতা–কর্মীরা। এনসিপির বৃহত্তর তেজগাঁও ও শেরেবাংলা নগর জোন এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কর্মসূচির শুরুতে খামারবাড়ি এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এ সময় আওয়ামী লীগের বিচার, নতুন সংবিধান প্রণয়ন এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আদিব। তিনি বলেন, ‘এই অভ্যুত্থানের শহীদেরা আপনাদের ক্ষমতায় বসিয়েছে, তাঁদের কথা শুনুন।’
সমাবেশে এনসিপির সংগঠক মুনতাসির মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ ছাত্র হত্যাকারী সংগঠন, তারা ৫ মে আলেমদের হত্যাকারী সংগঠন, তারা দেশপ্রেমিক সৈনিকদের হত্যাকারী সংগঠন—আমরা তাদের ফিরতে দেব না।’
এ সময় রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার পর এখনো বিভিন্ন স্থানে চাঁদাবাজি চলছে অভিযোগ করে মুনতাসির মাহমুদ বলেন, ‘এখনো ফার্মগেট এলাকায় চাঁদাবাজি চলছে। আমরা চাঁদাবাজদের এ কাজ করতে দেব না। এ ছাড়া যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, আমরা তাদের প্রতিহত করব।’
এনসিপির সংগঠক এস এম শোয়াইব বলেন, ‘আওয়ামী লীগ আবার বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের অবিলম্বে বিচারের আওতায় এনে শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।’
অন্তর্বর্তী সরকারকে শহীদদের রক্তের ওপর গঠিত সরকার উল্লেখ করে শোয়াইব বলেন, ‘আপনাদের দায়িত্ব হচ্ছে গণহত্যার বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি, বাংলাদেশে নাকি আওয়ামী লীগকে মিছিল করার জন্য রাস্তা ভাড়া দেওয়া হচ্ছে।’
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য আরও বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, মো. আলাউদ্দিন, মো. নিজামউদ্দিন ও আকরাম হুসেইন, সংগঠক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, তেজগাঁও থানার আহ্বায়ক মো. ইরান প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ফার্মগেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘গণহত্যার বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’, ‘শেখ হাসিনার বিচার চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।