দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম সর্বাধিক কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় এ কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (১ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দাম কমেছে ৯.

৫৫ শতাংশ। এর আগের সপ্তাহে কোম্পিানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৭৫.৪০ টাকা। বিদায়ী সপ্তাহ শেষে শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৬৮.২০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের ৮.২৬ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ৮.০৬ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৬.৫০ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৫.৯৮ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫.৭৭ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.৫৬ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৫.৩১ শতাংশ, গ্রামীণফোনের ৫.০৬ শতাংশ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.৮১ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প ত হ ক দ ম কম র

এছাড়াও পড়ুন:

সূচক পতনে বেড়েছে লেনদেন

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩ টির, দর কমেছে ১৩৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৩ টির।

ডিএসইতে ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৪ কোটি ৪৬ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৩৯ লাখটাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬২৯ পয়েন্টে।

সিএসইতে ২১৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৭ টির দর বেড়েছে, কমেছে ৯৫ টির এবং ২৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে এস আলম কোল্ড
  • বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সূচক-লেনদেন বেড়েছে
  • সপ্তাহজুড়ে সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন
  • সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
  • ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
  • ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৫১ শতাংশ
  • ডিএসইতে পিই রেশিও কমেছে ০.৫১ শতাংশ
  • শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন
  • সূচক পতনে বেড়েছে লেনদেন