বিরতির পর মিনারের ‘গোধূলির আমন্ত্রণে’
Published: 1st, March 2025 GMT
ছোট একটা বিরতির পর নতুন একক গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক মিনার রহমান। গানের শিরোনাম ‘গোধূলির আমন্ত্রণে’।
‘যদি কখনো ভুল করে আমায় মনে পড়ে/ জেনে রেখো তুমি, আমি বৃষ্টি হয়ে আজও, তোমার বারান্দায় ঝরে যাচ্ছি/ যদি কখনো সুর হয়ে আমায় খোঁজো তুমি/ জেনে রেখো তুমি, আমি পাহাড়ের চূড়ায়, মেঘের ভাঁজে ভাঁজে ভেসে যাচ্ছি’– এমন কথায় সাজানো গানটি লিখেছেন মিনার নিজেই। একই সঙ্গে সুর এবং সংগীতায়োজন করেছেন তিনি। সম্প্রতি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।
মিনারের কথায়, দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটা স্পষ্ট হয়েছে, গান লিখতে গিয়ে কিছু শব্দ, বাক্য বিভিন্ন সময় প্রিয় হয়ে উঠেছে। বেশির ভাগ ক্ষেত্রে সেই বাক্যগুলো আমাদের জীবনের অনুভূতিগুলোর গভীরতাকে ফুটিয়ে তোলে। এই গানটি লেখার পর আবিষ্কার করলাম এই গানের ‘গোধূলির আমন্ত্রণে’ সে রকমই দুটি শব্দ, যা আমাদের জীবনের মূল্যবোধ, বিশ্বাস, ভালোবাসা, মোহ এবং আরও অদ্ভুত সব অনুভূতিকে জীবনের কোনো এক বিস্তৃত বিশালতার দিকে এগিয়ে নিয়ে যায়। পৃথিবী আমাদের আপন করে নেয় গোধূলির আমন্ত্রণে। লেখনীর পাশাপাশি সেই বিষয়টি সুর ও সংগীতায়োজন এবং গায়কীর মধ্য দিয়ে আর স্পষ্ট করে তোলার চেষ্টা করেছি, যা অনেকের মনে ছাপ ফেলবে বলেই আশা করছি।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মিয়ানমারে নিহত বেড়ে ২০৫৬, এক সপ্তাহের শোক ঘোষণা
মিয়ানমারে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত মানুষের সংখ্যা ৩ হাজার ৯০০। এখনো নিখোঁজ ২৭০ জন। এমন অবস্থায় দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার দেশটির জান্তা সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় শোকের অংশ হিসেবে দেশটিতে ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
গত শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পন থাইল্যান্ডসহ প্রতিবেশী আরও সাতটি দেশে অনুভূত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডেও বহুতল ভবন ধসে পড়াসহ প্রাণহানির ঘটনা ঘটেছে।
ভূমিকম্পে মিয়ানমারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় রয়েছে। শহরটিকে ১৭ লাখ লোকের বসবাস। ভূমিকম্পে সেখানে এমন বিপর্যয় নেমে এসেছে যে সেখানে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তার কার্যক্রম থুবড়ে পড়েছে। মূলত সেখানকার এমন পরিস্থিতি সামনে আসার পর সরকারের পক্ষ থেকে এ শোকের ঘোষণা এল। মান্দালয়ের বাসিন্দারা শুক্রবার থেকে টানা দিনরাত সড়কে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
জাতিসংঘের আবেদন
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাহায্যকারী সংস্থাগুলো বলছে, গৃহযুদ্ধে নাকাল মিয়ানমারের অবস্থা ভূমিকম্পের ঘটনায় আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে রাস্তাঘাটে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জন্য জরুরি ভিত্তিতে ৮০ লাখ মার্কিন ডলারের তহবিল সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে জাতিসংঘ।
৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার ৪
মিয়ানমারে ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবন থেকে তাঁদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।