মুন্সীগঞ্জে দড়ি ছিড়ে নিচে পড়ে শ্রমিকের মৃত্যু
Published: 1st, March 2025 GMT
মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে মো. এমরান (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালের দিকে উপজেলার রামপাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত এমরান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গানিয়া গ্রামের মৃত হাফেজ আহমেদের ছেলে।
আরো পড়ুন:
বাসায় ফেরার পথে নারী শ্রমিকের মৃত্যু, সড়ক আটকে বিক্ষোভ
গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
পুলিশ ও স্থানীয়রা জানান, কোদালধোয়া গ্রামের মিন্টু মিয়ার ছয়তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল আজ। কোমড়ে রশি বেঁধে সিমেন্টের কংক্রিট সরবরাহের কাজ করছিলেন শ্রমিক এমরান। এসময় রশি ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এমরানকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.
মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, “শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যুর মামলা হবে।”
ঢাকা/রতন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৩নং ওয়ার্ড বিএনপি নেতা তাজুল ইসলাম আর নেই, মামুন মাহমুদ’র শোক
৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সম্পাদক, তাজুল ইসলাম (৫৪) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন।
সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টায় সানারপাড় লন্ডন মার্কেটস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি নেতা তাজুল ইসলাম বিএনপির অত্যান্ত নিবেদিত নেতা ছিলেন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি যখনই সুযোগ পেতেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতেন।
তাজুল ইসলাম সামাজিকভাবে অত্যান্ত গ্রহনযোগ্য ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিককে হারালাম।
বিএনপি নেতা তাজুল ইসলামের মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি গভীর শোকা জানাচ্ছি। তার পরিবার পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাজুল ইসলামকে জান্নাতুল ফেরদাউস দান করুন।