মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে রশি ছিঁড়ে নিচে পড়ে মো. এমরান (২৩) নামে এক  শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ মার্চ) সকালের দিকে উপজেলার রামপাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামে ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত এমরান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গানিয়া গ্রামের মৃত হাফেজ আহমেদের ছেলে। 

আরো পড়ুন:

বাসায় ফেরার পথে নারী শ্রমিকের মৃত্যু, সড়ক আটকে বিক্ষোভ

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ  

পুলিশ ও স্থানীয়রা জানান, কোদালধোয়া গ্রামের মিন্টু মিয়ার ছয়তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল আজ। কোমড়ে রশি বেঁধে সিমেন্টের কংক্রিট সরবরাহের কাজ করছিলেন শ্রমিক এমরান। এসময় রশি ছিঁড়ে নিচে পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এমরানকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.

মাসুদুর রহমান বলেন, “হাসপাতালের আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়।” 

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম বলেন, “শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যুর মামলা হবে।” 

ঢাকা/রতন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এমর ন

এছাড়াও পড়ুন:

রিকশায় তুলে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের ঘটনায় মামলা

নাটোরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) চলন্ত অটোরিকশায় তুলে পায়ের নিচে ফেলে নির্যাতন করার ঘটনায় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে আহত ফয়সালের বাবা খায়রুল আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান।

আরো পড়ুন: রিকশায় ছাত্রলীগ নেতাকে পায়ের নিচে ফেলে নির্যাতনের অভিযোগ

আরো পড়ুন:

অঝোরে কাঁদছেন পারভেজের মা

কুমিল্লার ৬ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ, ডিম নিক্ষেপ 

মামলায় নাটোর নবাব সিরাজ-উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জোবায়ের, নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক নাঈমসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

ওসি মাহবুর রহমান বলেন, “রবিবার (২০ এপ্রিল) ফয়সালকে মারধরের ঘটনায় তার বাবা আজ দুপুরে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি নজরে আসলে অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।” 

রবিবার দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার পা-দানিতে ফেলে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ফয়সালের পিঠের ওপর পা দিয়ে ছাত্রলীগ ছাত্রলীগ বলে মারধর করা হচ্ছে। এ সময় গান বাজছিল। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ