‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের সেমিফাইনাল নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। আজ করাচিতে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে প্রথম আসরের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকার সুবাদে ‘বি’ গ্রুপে টেবিলের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জিতলে বা ১ পয়েন্ট পেলেই সেমিফাইনালের টিকিট পাবে প্রোটিয়ারা।

দলের অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, ‘আমাদের সামনে সহজ সমীকরণ জিতলেই সেমিফাইনাল। আমরা এই সমীকরণকে সামনে রেখেই মাঠে নামবো। এছাড়া অন্য কিছু ভাবছি না।’

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে এবং আফগানিস্তানের কাছে ৮ রানে হারে ইংলিশরা। শেষ ম্যাচে জয় দিয়ে এবারের হতাশার চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করতে চায় ইংল্যান্ড। দলের অধিনায়ক জশ বাটলার বলেন, ‘এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভাল করতে পারিনি। তবে শেষ ম্যাচ জিততে চাই। যাতে জয় দিয়ে আসর শেষ করতে পারি।’

এখন পর্যন্ত ওয়ানডেতে ৭০ ম্যাচে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড। এরমধ্যে ৩৪ ম্যাচে প্রোটিয়ারা এবং ৩০ ম্যাচ জিতেছে ইংলিশরা। ১টি ম্যাচ টাই ও ৫টি পরিত্যক্ত হয়েছে।

ইংল্যান্ড দল : জশ বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডুসেন ও কর্বিন বশ।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জ্বালানি তেলের দাম মার্চ মাসে অপরিবর্তিত

চলতি মার্চ মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। গত মাসের নির্ধারিত দামই থাকছে এ মাসে। গত (ফেব্রুয়ারি) মাসে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম আগের মাসের (জানুয়ারি) তুলনায় লিটারে এক টাকা বাড়ানো হয়েছিল।

আজ শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এর আলোকে চলতি মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিদ্যমান মূল্যকাঠামো অনুযায়ী ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। 

গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

অকটেন ও পেট্রল বিক্রি করে সব সময় মুনাফা করে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মূলত ডিজেলের ওপর বিপিসির লাভ-লোকসান নির্ভর করে। দেশে ব্যবহৃত জ্বালানি তেলের ৭৫ শতাংশই ডিজেল।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

সম্পর্কিত নিবন্ধ