গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী দগ্ধ
Published: 1st, March 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ধামরাই পৌর এলাকার কুমড়াইল মহল্লায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তারা ধামরাইয়ের কুমড়াইলে কুববাত হোসেনের মালিকানাধীন তিন তলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। আসিফ রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ ভবনের নিচতলা থেকে বিকট শব্দ শুনে প্রতিবেশীরা বের হন। পরে ওই ভবনের নিচতলায় আগুন দেখে তারা নেভানোর চেষ্টা করেন। আগুন নিভলে কক্ষের ভেতর থেকে ওই দম্পতিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম। তিনি বলেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বলেন, স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কক্ষের ভেতরে সব এলোমেলো। ওই কক্ষে থাকা এক দম্পতি দগ্ধ হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এম জি
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
ব্রাজিলের প্রাথমিক দলে ফিরলেন নেইমার
দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে অবশেষে জাতীয় দলে ফেরার পথে নেইমার। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচকে সামনে রেখে ঘোষিত ব্রাজিলের ৫২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোট পেয়ে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। গত বছরের শেষদিকে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি তার। তবে সম্প্রতি সান্তোসে ফিরে দুর্দান্ত ফর্মে থাকা নেইমার ফেরালেন জাতীয় দলের ডাক।
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের ঘোষিত স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি ছাড়াও বেশ কিছু চমক রয়েছে। তরুণ তারকা এন্দ্রিক (রিয়াল মাদ্রিদ) ও আন্তনি (রিয়াল বেটিস) প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন। এছাড়া অভিজ্ঞদের মধ্যে জায়গা পেয়েছেন লুকাস মউরা ও অস্কার (সাও পাওলো)। নিয়মিত তারকাদের মধ্যে দলে রয়েছেন মারকুইনহোস (পিএসজি), ব্রুনো গিমারায়েস (নিউক্যাসল), রাফিনিয়া (বার্সেলোনা), রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
আগামী ৭ মার্চ ব্রাজিলের চূড়ান্ত ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে। এরপর ২০ মার্চ ব্রাসিলিয়ায় কলম্বিয়ার বিপক্ষে এবং ২৫ মার্চ বুয়েনস আইরেসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
A CBF divulgou nesta sexta-feira (28) a lista dos pré-convocados para os dois próximos jogos da Seleção Brasileira pelas Eliminatórias da Copa do Mundo. O técnico Dorival Júnior relacionou 52 atletas. Na próxima semana, o treinador anunciará os 23 convocados em evento no Rio.
O… pic.twitter.com/11N6myFFxv