‘যদি’ ‘কিন্তু’ ‘অথবা’ ছাড়াই ভুল সংশোধন করে নেব: হাসনাত আবদুল্লাহ
Published: 1st, March 2025 GMT
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দলটির নেতারা ঘোষণা করেছেন, তারা অন্য কোনো দেশ নয়, তারা হবেন বাংলাদেশপন্থি।
দল গঠনের পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো।
স্ট্যাটাসে তিনি লেখেন, আমার বিশ্বাস কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।
নিজেদের ভুলের দায় স্বীকার করে তিনি আরও লেখেন, যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনও ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’ কিন্তু’ ‘অথবা’ ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব।
গতকাল শুক্রবার ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটিতে জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে ১০ জন এ দলের শীর্ষ পদে আছেন। কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে, মধ্য, ডান, বাম, শিবির, কওমিপন্থি এবং আদিবাসী ও ১৫ নারী স্থান পেয়েছেন।
শীর্ষ ১০ পদে রয়েছেন– আহ্বায়ক মো.
এ ছাড়া কমিটিতে ১৬ যুগ্ম আহ্বায়ক, ৩২ যুগ্ম সদস্য সচিব, ১২ যুগ্ম মুখ্য সংগঠক, ৪৪ সংগঠক, ১৪ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং ৪৩ সদস্য রয়েছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ত য় ন গর ক প র ট এনস প ম খ য স গঠক র জন ত আবদ ল সদস য
এছাড়াও পড়ুন:
হালদায় ডুবলেন মঞ্জু সঙ্গে পরিবারের স্বপ্নও
মনের মানুষ মিনা আকতারকে ২০ মার্চ বিয়ে করেছিলেন নুর উদ্দিন মঞ্জু। এ জন্যই ফিরেছিলেন প্রবাস থেকে। নববধূকে বাড়িতে উঠিয়ে আনা হলেও রমজানের মধ্যে বৌভাতের অনুষ্ঠান হয়নি। অসমাপ্ত সেই অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার। পরদিন বুধবার সন্ধ্যায় এক দুর্ঘটনায় নতুন জীবনের সমাপ্তি টেনেছেন মঞ্জু।
এদিন বন্ধু তাজুদ্দিনের সঙ্গে মোটরসাইকেলে করে মঞ্জু ফিরছিলেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের পাঁচ পুকুরিয়া চাঁদেরঘোনা গ্রামের বাড়িতে। পথে সিদ্ধাশ্রম ঘাট এলাকায় নির্মিত বাঁশের সাঁকো থেকে দু’জনই মোটরসাইকেল নিয়ে পড়ে যান হালদা নদীতে। চার ঘণ্টা তল্লাশির পর রাত সোয়া ২টার দিকে পাওয়া যায় মঞ্জুর মরদেহ। এ সংবাদে পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায়।
গতকাল বৃহস্পতিবার সকালে এলাকায় গিয়ে জানা যায়, পাঁচপুকুরিয়া চাঁদেরঘোনা গ্রামের মৃত নুরুল ইসলামের একমাত্র ছেলে ছিলেন নুর উদ্দিন মঞ্জু। তাঁর বোন আছে তিনটি। সংসারে সচ্ছলতা ফেরাতে এইচএসসি পাসের পর তিনি পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। সর্বশেষ দেশে ফেরেন জানুয়ারি মাসে। ১ মে কর্মস্থলের উদ্দেশে ফেরার কথা ছিল তাঁর।
নাজিরহাট পৌরসভার দৌলতপুর গ্রামের বাসিন্দা মিনা আক্তারের সঙ্গে ২০ মার্চ পারিবারিকভাবে বিয়ে হয় মঞ্জুর। রোজার জন্য বৌভাত আয়োজন করা হয়নি। মঙ্গলবার সেই অনুষ্ঠানের আয়োজন করা হয় মহাধুমধামে। মঞ্জুর বন্ধু সাহেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মঞ্জুবন্ধু তাজুদ্দিনের সঙ্গে সাঁকো পার হচ্ছিল। হঠাৎই তারা মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। তাজুদ্দিন কোনোমতে সাঁতরে কিনারে উঠতে পারলেও মঞ্জু স্রোতের টানে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে ওর লাশটা পেলাম।’
ছেলের শোকে পাগলপ্রায় মা আবু তারা বেগম। কখনও জ্ঞান হারাচ্ছেন, কখনও তাকিয়ে থাকছেন শূন্য দৃষ্টিতে; কখনও বুক চাপড়ে বিলাপ করছেন, ‘আমার বুকের মানিককে কেড়ে নেওয়ার আগে আল্লাহ কেন আমার মরণ দিল না!’ তাঁর পাশে স্বামীর শোকে পাথরপ্রায় নববধূ মিনা আকতার। হাতে মেহেদির রং এখনও টাটকা তাঁর। অবিরাম বিলাপের সুরে নিজ ভাগ্যকে দোষারোপ করছেন মিনা।
প্রতিবেশী সোহেলের ভাষ্য, ‘ভালোবাসার মানুষকে নিয়ে সবেমাত্র ঘর বেঁধেছিলেন মঞ্জু। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে শত শত মানুষ হালদাতীরে আহাজারি শুরু করেন।’
নিকটাত্মীয় লোকমানের ভাষ্য, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন মঞ্জু। তিন বোন ও নববধূর ভবিষ্যৎ এখন ঘোর অন্ধকারে পড়েছে। এই মৃত্যু শুধু একটা পরিবারের শোক নয়, এটি গ্রামের মানুষের মনেও গভীর ক্ষত হয়ে থাকবে।