বগুড়ায় বাড়িতে ঢুকে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা
Published: 1st, March 2025 GMT
বগুড়ায় বাড়িতে ঢুকে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
শনিবার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
আরো পড়ুন:
বাংলাদেশিকে গুলি করে নিয়ে যায় বিএসএফ, হাসপাতালে মৃত্যু
ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৩
নিহতরা হলেন- ছকিনা বেগম (৩৫) এবং তার মা আনোয়ারা বেগম (৫৮)।
এলাকাবাসী জানান, ঘটনাস্থলেই ছকিনা বেগম মারা যান। চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারা বেগমের মৃত্যু হয়।
নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, সাত বছর আগে বগুড়া সদর উপজেলার আকাশতারা এলাকার রুবেলের সঙ্গে ছকিনার বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরই জেরে গতকাল রাতে রুবেল ওই বাড়িতে যান। এ সময় তাদের মধ্যে বাকবিতাণ্ডা হয়। এক পর্যায়ে রুবের ধারালো দা দিয়ে ছকিনা এবং আনোয়ারা বেগমকে কুপিয়ে পালিয়ে যান। তাদের চিৎকার শুরু স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়।
তিনি আরো জানান, নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ চেষ্টা করছে।
ঢাকা/এনাম/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রমজানে শহরের যানজট নিরসনে ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক, ফার্মাসিউটিক্যালস এসো. এর যৌথ সভা
পবিত্র মাহে রমজান উপলক্ষে যানজট নিরসনে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটি এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন নারায়ণগঞ্জ এর যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১ মার্চ) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ শহরের চাষাহা বালুর মাঠস্থ সিনামুন রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।
সভায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে যানজট নিরসনে শহরের যানজট রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিভিন্ন প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সামনের সড়কে এলোমেলো করে যেনো বিভিন্ন ফার্মাসিউটিক্যালসের মোটরসাইকেল, ডাক্তার ও রোগীদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স না রাখা হয়। আর মোটরসাইকেল, ডাক্তার ও রোগীদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স রাখার ক্ষেত্রে অবশ্যই সবাইকে নির্দিষ্ট একটি স্থান ব্যবহার করে যাতে করে শহরে যানজট সৃষ্টি না হয়।
শহরের প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ এ ধরনের বিষয় যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আর যদি কোন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মাসিউটিক্যালস এই নির্দেশনা না মানে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো.মাহাবুব রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক ডা. ফারুকুল ইসলাম, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির,সদস্য শংকর চন্দ্র সেন, আলী নুর শরীফ শামীম, মো: মোস্তফা কামাল, মো: আহসানুল কবির খান, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডিজিএম শহিদুল ইসলাম স্বপন, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস জিএম হেমায়েত হোসেন হিমেল, মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের এজিএম সাইফুল্লাহ টিপু, ল্যাবএইডের সিনিয়র ব্যবস্থাপক মাসুমুল হক সোহেল, হেলথ রিসোর্ট আতাউর রহমান টগর, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন নারায়ণগঞ্জ কমিটির সভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক অহিদুর রহমান, প্রচার সম্পাদক নাজমুল হোসেন, পলাশসহ প্রমুখ।