বগুড়ায় বাড়িতে ঢুকে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে রুবেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তাকে গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 

শনিবার (১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। 

আরো পড়ুন:

বাংলাদেশিকে গুলি করে নিয়ে যায় বিএসএফ, হাসপাতালে মৃত্যু

ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৩

নিহতরা হলেন- ছকিনা বেগম (৩৫) এবং তার মা আনোয়ারা বেগম (৫৮)।

এলাকাবাসী জানান, ঘটনাস্থলেই ছকিনা বেগম মারা যান। চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আনোয়ারা বেগমের মৃত্যু হয়। 

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, সাত বছর আগে বগুড়া সদর উপজেলার আকাশতারা এলাকার রুবেলের সঙ্গে ছকিনার বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে সম্প্রতি তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরই জেরে গতকাল রাতে রুবেল ওই বাড়িতে যান। এ সময় তাদের মধ্যে বাকবিতাণ্ডা হয়। এক পর্যায়ে রুবের ধারালো দা দিয়ে ছকিনা এবং আনোয়ারা বেগমকে কুপিয়ে পালিয়ে যান। তাদের চিৎকার শুরু স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়।

তিনি আরো জানান, নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ চেষ্টা করছে।

ঢাকা/এনাম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ

এছাড়াও পড়ুন:

বড়াইগ্রামে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, রংমিস্ত্রি নিহত

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আব্দুল্লাহ (১৮) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ বড়াইগ্রাম থানা মোড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান।

স্থানীয়রা জানান, আবদুল্লাহ সোমবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে লক্ষ্মীকোল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। বাড়ি থেকে মাত্র ২০০ গজ দুরে ঈদগাহ এলাকায় যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনরা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত নিবন্ধ