বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও আনুষ্ঠানিক ভাবে এই অলরাউন্ডার এখনও ওয়ানডে এবং টেস্টকে বিদায় বলেননি। তবে এশিয়ান লিজেন্ডস লিগে দেখা যাবে সাকিবকে। মূলত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া ক্রিকেটারদের নিয়েই এই টি-টোয়েন্টি লিগটি অনুষ্ঠিত হয়।
এই আসরের দল এশিয়ান স্টারসের জার্সিতে মাঠে মাতাবেন সাকিব। এই লিগের অফিশিয়াল মিডিয়া পার্টনার স্পোর্টসকিডা নিশ্চিত করেছে ব্যাপারটি। আগামী লিগটি ১০ মার্চ শুরু হতে হচ্ছে যাচ্ছে এবারের এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে বাঙ্গালদেশী ক্রিকেটারদের নিয়ে গড়া ‘বাংলাদেশ টাইগার্সের’ নামেও একটি দল রয়েছে। যে দলে তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটাররা খেলবেন। ফলে বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিবকে।
নিজেদের সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে স্পোর্টসকিডা সাকিবের ছবি দিয়ে লিখে, “সাকিব আল হাসান ২০২৫ সালের এমপিএমএসসি এশিয়ান লিজেন্ডস লিগ টি২০-তে এশিয়ান স্টার্সের হয়ে খেলতে যাচ্ছেন!
প্রখ্যাত অলরাউন্ডার প্রথমে বাংলাদেশ টাইগার্সের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন, তবে এশিয়ান স্টার্স দ্রুততার সাথে তাকে দলে ভেড়ানো নিশ্চিত করতে সক্ষম হয়েছে আসন্ন মৌসুমের জন্য।
সাকিবকে ব্যাট-বল হাতে মাঠে দেখতে মুখিয়ে আছেন?
এমপিএমএসসি এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টির সব রোমাঞ্চকর অ্যাকশন দেখতে এশিয়ান লিজেন্ডস লিগ এবং স্পোর্টসকিডার সাথে থাকুন, যেটি ২০২৫ সালের ১০-১৮ মার্চ নাথওয়াড়া অনুষ্ঠিত হবে!”
কদিন আগে লিজেন্ড নাইন্টি টুর্নামেন্টে দুবাই জায়ান্টসের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের তারকা সাকিবের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নেন এই অলরাউন্ডার।
অন্যদিকে সাকিবের সাথে এশিয়ান স্টারসের হয়ে খেলতে দেখা যাবে আরেক বাংলাদেশী ক্রিকেটার অলক কাপালিকে। যেখানে তারা সতীর্থ হিসেবে পাবেন ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম, শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া এবং আফগানিস্তানের হামিদ হাসানকে।
এদিকে বাংলাদেশ টাইগার্সের জার্সিতে নামবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং মোহাম্মদ নাজিমউদ্দিন।
আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্টারসের ম্যাচ। এ ছাড়া ১০ মার্চ সন্ধ্যা ৭ টায় ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ টাইগার্স। ১১ মার্চ আফগানিস্তান পাঠানস এবং শ্রীলঙ্কান লায়ন্সের বিপক্ষে তামিম, আশরাফুলরা খেলবেন ১৪ মার্চ। দুটি করে এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষে ১৮ মার্চ হবে ফাইনাল।
সাকিব গত বছরের (২০২৪) সেপ্টেম্বরে ভারত সফরে গিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। একই সাথে জানান পরের মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে আগ্রহী তিনি। তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরা হয়নি তার।
এমনকি কদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার জন্য লিজেন্ডস অব রুপগঞ্জে নাম নিবন্ধন করেছিলেন সাকিব। তবে একদিন পরেই সেটি প্রত্যাহার করে নেন।
গতবছর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লিগের হয়ে নির্বাচিত হয়েছিলেন সাকিব। এরপর জুলাই গণঅভ্যুত্থানের পর সেই আওয়ামী লীগ সরকার পতিত হলে আর দেশে ফিরতে পারেননি দেশ সেরা এই ক্রিকেটার।
এশিয়ান স্টারস- সাকিব আল হাসান, অলক কাপালি, দিলশান মুনাবিরা, সৌরভ তিওয়ারি, মেহরান খান, লাহিরু থিরিমান্নে, কেদার যাদব, শেহান জয়াসুরিয়া, মাহবুব আলম, আয়ান খান, শাহবাজ নাদিম, সেকুগে প্রসন্ন, পারবিন্দার আওয়ানা, হাশতি গুল, হামিদ হাসান এবং অভিমন্যু মিঠুন।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে থানা যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক পার্কে এ যুব সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নাসির উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাহিদুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমেদ সাকী।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মাওলানা মোবারক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মানসুর আহমেদ সাকী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের কিংবদন্তিতুল্য আখ্যান। যুগান্তকারী এই ইতিহাস বিনির্মাণে অংশ নিয়েছে জাতি-ধর্ম-শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে আলেম-উলামা এবং যুব সমাজ ।
জুলাই-আগস্ট অভ্যুত্থানে যুব সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।দেড় হাজারের অধিক নিহত এবং ৩০ হাজারের অধিক আহত ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাসের। জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।
বলিষ্ঠ নেতৃত্বে হাজার আলেম সমাজ, ছাত্রসহ সবস্তরের মানুষ অংশগ্ৰহণ করেছিলেন।এ দেশের মানুষ ভালো নেতার নেতৃত্ব দেখতে চায়। তরুন যুবকদের মাধ্যমে সমাজ গঠন করতে চায়। এজন্য যুব সমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা সোহেল প্রধান, থানা উত্তরের সভাপতি মুহা ইসমাঈল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা-এর দ্বীনি সংগঠনের ছদর মাওলানা মাসুম বিল্লাহ, শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব সিরাজ মোল্লা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর সভাপতি আলহাজ্ব মাওলানা শামসুজ্জামান, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি এইচ এম ইয়াসিন আরাফাত, ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুহা আমির হামজা সহ থানা ওয়ার্ড ও ইউনিট শাখার নেতৃত্ব বৃন্দ।
প্রধান অতিথি সম্মেলনে তার বক্তব্য শেষে ২০২৩-২৪ সেশনে কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা করেন।
এতে মুহাম্মাদ সাহিদুর রহমানকে সভাপতি হাফেজ মাহদী হাসানকে সহ-সভাপতি মোমেন আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এসময় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সহ-সভাপতি মুহা. হাসানুজ্জামান রাসেল, যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক শরীফ হুসাইন, দফতর সম্পাদক আব্দুর রহিম শাওন, প্রকাশনা সম্পাদক রিয়াজুল ইসলাম, দাওয়াহ প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাহদি হাসান, যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোমেন ইসলাম, ত্রান সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাহাউদ্দীন, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক রাসেল, শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওমর ফারুক, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ মোল্লা, তথ্য ও গবেষণা সম্পাদক মনোয়ার হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম, সংখ্যালঘু ও নৃ গোষ্ঠী বিষয়ক সম্পাদক জুয়েল, উপ সম্পাদক মাসুম বিল্লাহ, উপ সম্পাদক আরিফ ও প্রচার সম্পাদক এইচ এম ইয়াসিন আরাফাত।