ভোর থেকেই অর্পার ঘরে ভেসে আসছে সানাইয়ের সুর। বারান্দায় বসে চোখের জল ফেলছেন অর্পার মা। কিছুক্ষণ পর বোনের পাশে এসে বসেন অর্পার খালা। ভোরের বাতাসে দুজনের দীর্ঘশ্বাস ভেসে বেড়াতে থাকে।

আজ মারুফের বিয়ে। মারুফ কে, এ কথা যখন অর্পার সহকর্মী জানতে চান, তখন অর্পা বলে, ‘আমার জামাই!’ এভাবে শুরু থেকেই বিষাদের সুর ছড়াতে থাকে ‘নীল সুখ’। আর প্রথম দৃশ্য থেকেই দর্শক অপেক্ষা করতে থাকেন অর্পা আর মারুফের গল্প জানার জন্য।

একনজরে
ওয়েব ফিল্ম: ‘নীল সুখ’
জনরা: রোমান্টিক ড্রামা
দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৬ মিনিট
স্ট্রিমিং: বিঞ্জ
পরিচালক: ভিকি জাহেদ
অভিনয়: মেহজাবীন চৌধুরী, ফররুখ আহমেদ রেহান

ভালোবাসার রং শুধু কি লাল হয়, নাকি বিষাদের নীলিমায় মুড়ে থাকে কোনো গল্প? ভিকি জাহেদ এবার এমন এক গল্প নিয়ে হাজির হয়েছেন, যেখানে ভালোবাসার অনেক রং। আর তা প্রকাশ করতে তিনি বেছে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে, যা কিনা ঋতুরাজ বসন্তের আবার ভালোবাসার আকুলতারও। ‘ফুলে ফুলে ঢ’লে ঢ’লে’ আবহ সংগীতের সঙ্গে দর্শক যেন একাত্ম হতে থাকেন অতীত রোমন্থন করার জন্য। আবার শেষটাও যেন কোথাও গিয়ে মিলে যায় এই গানের কথার সঙ্গে।

‘নীল সুখ’–এ রেহান ও মেহজাবীন। ছবি: নির্মাতার সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঈদের সকালে রোগী, নার্স ও ট্রাফিক পুলিশের  সঙ্গে টিম খোরশেদ’র শুভেচ্ছা বিনিময় 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ঈদের দিন ভর্তি থাকা রোগী,নার্স ও পরিবার পরিজনের বন্ধন ছেড়ে নাগরিক সেবায় নিয়োজিত ট্রাফিক পুলিশদের মাঝে পুষ্টিকর প্রাত:রাস (নাস্তা-দুধ, জুস, বিস্কুট ও কেকের বক্স) বিতরণ করে মানবিক সংগঠন টিম খোরশেদ। 

ঈদের নামাজ শেষে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ প্রথমে হাসপাতালের রোগী ও নার্স ও পরে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশদের মাঝে নাস্তা বিতরণ করে।

টিম খোরশেদ এর দলনেতা সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমরা আসলে দূর্গত মানুষ ও নাগরিক সেবায় নিয়োজিতদের ঈদের আনন্দে অংশ নিয়ে হাসি ফুটানোর জন্যই আমাদের সকল কার্যক্রম।
 

সম্পর্কিত নিবন্ধ