একটি ভিডিওতে দেখা যায়, কড়াইয়ের মতো একটি পাত্র থেকে খাবার তুলে খাচ্ছেন এক নারী। তবে এটি কোনো সাধারণ কড়াই নয়। রীতিমতো এক কেজি সোনা দিয়ে বানানো হয়েছে এটি। এই কড়াইয়ের দাম ৯৭ হাজার মার্কিন ডলার (১ কোটি ১৮ লাখ ৮৯ হাজার টাকা প্রায়)। অনলাইনে ওই নারীর ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

চীনের শেনজেনের শুইবেই এলাকায় একটি সোনার দোকান রয়েছে ওই নারীর। তিনি ওই এলাকায় সোনার পাইকারি বিক্রেতাদের অন্যতম। তিনি জানান, এক গ্রাহক অর্ডার দেওয়ার পর তাঁর কারখানায় ওই সোনার পাত্র তৈরি করা হয়েছে। ওই গ্রাহক আবার তাঁর বন্ধু।

অজ্ঞাত ওই নারী চীনের গণমাধ্যম দুতে নিউজকে বলেন, সোনার সর্বশেষ আন্তর্জাতিক বাজার হিসাব করলে বানানোর খরচসহ পাত্রটির মোট দাম দাঁড়িয়েছে ৭ লাখ ইউয়ান (১ কোটি ১৮ লাখ ৮৯ হাজার টাকা প্রায়)।

জুয়েলারির মালিক ওই নারী বলেন, অসাধারণ এই পণ্য সরবরাহের আগে গ্রাহকের অনুমতি নিয়ে তাঁরা একটি ভিডিও বানিয়েছেন। তাঁর জানামতে, বিশ্বে প্রথম কোনো মানুষ এভাবে সোনা দিয়ে পাত্র বানিয়েছেন।

ওই নারী বলেন, আরেক গ্রাহক ৫০০ গ্রাম সোনা দিয়ে একটি ডুরিয়ান বানিয়ে দেওয়ার অর্ডার করেছেন। এই ব্যবসায়ী বলেন, চলতি বছর বিশ্ব বাজারে সোনার মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। শুইবেই বিপণিবিতানেও কয়েক মাস ধরে সোনার বেচাকেনা বেশ ভালোই বাড়ছে।

অনেকেই ধারণা করছেন যে সোনার দাম ভবিষ্যতে আরও বাড়বে। বিষয়টি মাথায় রেখে অনেকেই এতে আরও বেশি বিনিয়োগ করবেন।

চীনের অনেক তরুণ–তরুণীকে এখন নিজেদের বাড়িতে সোনার গয়না ও পণ্য তৈরির কারখানা খুলতে দেখা যাচ্ছে। অনেকে আগে সস্তায় কিনে রাখা সোনা দিয়ে নিজেদের জন্য সোনার গয়নাসহ নানা পণ্য বানিয়ে নিচ্ছেন।

ওই সোনার দোকানের মালিক বলেন, তিনি জানেন না, ওই গ্রাহক সোনার পাত্র দিয়ে কী করবেন।

অন্যান্য পাত্রের তুলনায় সোনার পাত্রের তাপ পরিবাহিতা ভালো। তবে সাধারণ পাত্রে রান্না করা খাবারের যে স্বাদ, সোনার পাত্রের খাবার স্বাদও তা–ই।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ওই ন র গ র হক

এছাড়াও পড়ুন:

সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে: বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সংস্কারগুলো দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তাহলে দ্রুত একটি নির্বাচন হতে পারে। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে।

আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুজন আয়োজিত এক মানববন্ধনে বদিউল আলম এসব কথা বলেন। তিনি বলেন, কোনোভাবেই এটা চাওয়া নয়।

সুজনের সম্পাদক বলেন, আন্দোলন কিন্তু শুধু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উদ্দ্যেশ্যে নয়; এটা ছিল স্বৈরাচারী ব্যবস্থার বিতরণ ও স্বৈরাচারী পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন। স্বৈরাচারী পদ্ধতি শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল।

বদিউল আলম আরও বলেন, শেখ হাসিনা আকাশ থেকে আবির্ভূত হননি, একটি পদ্ধিতির মধ্য দিয়ে তিনি তা হয়েছেন। এই পদ্ধতির সংস্কারের প্রয়োজন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে রাজনৈতিক অঙ্গনকেও পরিচ্ছন্ন করা লাগবে। নয়তো আবারও স্বৈরাচার তৈরি হবে। এই লুই কানের সুন্দর ভবনে যেন অসুন্দর মানুষ আর ঢুকতে না পারে।

সুজন বিদেশি সাহায্য নিতে পারে না

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে মার্কিন সরকারের দেওয়া অনুদান সুজন পেয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বলেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। সুজন কোনো নিবন্ধিত সংগঠন নয়। সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না; সংগঠনটি পরিচালিত হয় বিভিন্ন ব্যক্তির সহায়তায়।

যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়ার তথ্যকে ফেক নিউজ উল্লেখ করে বদিউল আলম বলেন, ডিপ ফেক নিউজ। এর মধ্যে সামান্যতম সত্যতা নেই। স্বৈরাচারের দোসররা বিতর্কিত করার জন্য এসব অপতথ্য ছড়াচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ