ট্রাম্প–জেলেনস্কির বাদানুবাদের প্রভাব আর্থিক বাজারে, কমেছে সূচক ও বন্ডের সুদ
Published: 1st, March 2025 GMT
বৈশ্বিক আর্থিক বাজার এমনিতেই ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি নিয়ে অনিশ্চয়তার জেরে নিম্নমুখী। এর মধ্যে গতকাল শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি সঙ্গে যেভাবে বাদানুবাদে জড়িয়ে পড়লেন ডোনাল্ড ট্রাম্প, তাতে বিনিয়োগকারীরা স্তম্ভিত। এর প্রভাব পড়েছে আর্থিক বাজারে।
সেই বাদানুবাদ আবার ঘরের ভেতরে হয়নি, বৈশ্বিক গণমাধ্যমের সামনেই দুই নেতা বাদানুবাদে জড়িয়ে পড়েন। এ ঘটনায় বিনিয়োগকারীরা রীতিমতো আতঙ্কিত। ফলে এ সময় যা হয় তা–ই হয়েছে—বিনিয়োগকারীরা নিরাপদ মাধ্যমে বিনিয়োগের দিকে গেছেন, যেমন মার্কিন সরকারের ট্রেজারি। এ ঘটনায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চুক্তি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।
ট্রাম্প-জেলেনস্কি প্রকাশ্য বাদানুবাদের পর যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ৪ দশমিক ২৭ শতাংশ থেকে কমে ৪ দশমিক ২৩ শতাংশে নেমে আসে। ইউরোপের ফিউচার স্টকের দাম পড়েছে। ডিএএক্স ও সিএসি ৪০ সূচক শূন্য দশমিক ৬ শতাংশ পড়েছে; ইউরোস্টক্স ৫০ সূচক কমে ১ দশমিক ৪ শতাংশ পর্যন্ত। শেষমেশ পতন কিছুটা কমে দাঁড়ায় শূন্য দশমিক ৬ শতাংশে। এর বিপরীতে দেখা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি সূচকের উত্থান হয়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ।
একই সঙ্গে ইউরোর দরপতন হয়েছে শূন্য দশমিক ৩৭ শতাংশ। প্রতি ইউরোরে বিপরীতে এখন ১ দশমিক শূন্য ৩৬ ডলার পাওয়া যাচ্ছে, দুই সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন।
এ পরিস্থিতিতে বাজার বিশ্লেষকদের আশঙ্কা, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছিল, এ ঘটনার পর তা আবার অনিশ্চিত হয়ে পড়ল। ফলে বাজারে আবার অনিশ্চয়তা সৃষ্টি হবে। এবারের মার্কিন সফরে জেলেনস্কি চেয়েছিলেন, যুক্তরাষ্ট্র যেন রাশিয়ার সঙ্গে হাত না মেলায় তা নিশ্চিত করতে। কিন্তু পরিস্থিতি এত উত্তপ্ত হয়ে যায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সরাসরি বলেই বসেন, জেলেনস্কি ওভাল অফিস তথা যুক্তরাষ্ট্রের প্রতি অবজ্ঞাপূর্ণ আচরণ করেছেন।
এ ঘটনার শানে নজুল হলো, বিনিয়োগকারীরা আবার দেখলেন, ট্রাম্প প্রশাসন সম্পর্কে পূর্বাভাস করা কতটা কঠিন। অর্থাৎ সেই অনিশ্চয়তা। অথচ ব্যবসা-বাণিজ্যের মূল ভিত্তি হচ্ছে নিশ্চয়তা। এমনিতেই ট্রাম্পের শুল্ক নীতির কী প্রভাব পড়বে, তা নিয়ে শঙ্কা আছে। এর মধ্যে শুরু হলো জেলেনস্কির সঙ্গে তাঁর এই বিবাদ।
এর মধ্যেই আবার তথ্য প্রকাশিত হয়েছে, যুক্তরাষ্ট্রের ভোক্তা ব্যয় সম্প্রতি কমে গেছে। অর্থাৎ ভোক্তাদের আত্মবিশ্বাস কমে গেছে। কমেছে উৎপাদন খাতের গতি। খুচরা বিক্রির পাশাপাশি বাড়ি বিক্রি কমে গেছে। এ পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ মাধ্যমে বন্ডের সুদহার বেড়েছিল। কিন্তু গতকাল ট্রাম্পের এ কাণ্ডের পর বন্ডের সুদহারও এক ধাক্কায় কম গেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ন য দশম ক বন ড র স দ ন শ চয়ত অন শ চ এ ঘটন
এছাড়াও পড়ুন:
সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে: বদিউল আলম
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সংস্কারগুলো দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তাহলে দ্রুত একটি নির্বাচন হতে পারে। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচারের পুনরুত্থান হবে।
আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সুজন আয়োজিত এক মানববন্ধনে বদিউল আলম এসব কথা বলেন। তিনি বলেন, কোনোভাবেই এটা চাওয়া নয়।
সুজনের সম্পাদক বলেন, আন্দোলন কিন্তু শুধু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উদ্দ্যেশ্যে নয়; এটা ছিল স্বৈরাচারী ব্যবস্থার বিতরণ ও স্বৈরাচারী পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন। স্বৈরাচারী পদ্ধতি শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল।
বদিউল আলম আরও বলেন, শেখ হাসিনা আকাশ থেকে আবির্ভূত হননি, একটি পদ্ধিতির মধ্য দিয়ে তিনি তা হয়েছেন। এই পদ্ধতির সংস্কারের প্রয়োজন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে রাজনৈতিক অঙ্গনকেও পরিচ্ছন্ন করা লাগবে। নয়তো আবারও স্বৈরাচার তৈরি হবে। এই লুই কানের সুন্দর ভবনে যেন অসুন্দর মানুষ আর ঢুকতে না পারে।
সুজন বিদেশি সাহায্য নিতে পারে নাবাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে মার্কিন সরকারের দেওয়া অনুদান সুজন পেয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে সুজন সম্পাদক বলেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। সুজন কোনো নিবন্ধিত সংগঠন নয়। সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না; সংগঠনটি পরিচালিত হয় বিভিন্ন ব্যক্তির সহায়তায়।
যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়ার তথ্যকে ফেক নিউজ উল্লেখ করে বদিউল আলম বলেন, ডিপ ফেক নিউজ। এর মধ্যে সামান্যতম সত্যতা নেই। স্বৈরাচারের দোসররা বিতর্কিত করার জন্য এসব অপতথ্য ছড়াচ্ছে।