সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫৩ দশমিক ২৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৩.৬০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ার দর বেড়েছে ৪৭ দশমিক ৬৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪১.

৫০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে এরামিট সিমেন্টের শেয়ার দর বেড়েছে ৩৭ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৬.৫০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–আরএসআরএম স্টিলের ৩১.৯১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২৬.৮৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ২০.৪১ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৯.৮০ শতাংশ, ইউসিবির ১৮.৮৯ শতাংশ, সি পার্ল হোটেলের ১৮.০৪ শতাংশ এবং পেনিনসুলার ১৭.২৪ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

উৎস: SunBD 24

কীওয়ার্ড: দর ব ড় ছ র দর ব

এছাড়াও পড়ুন:

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত মো. নয়ন হোসেন (১৩) সিলেটের সুবিধবাজার আবাসিক এলাকার মো. ফুল মিয়ার ছেলে।

সোমবার (৩১ মার্চ) বিকেলে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নয়নের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাও গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নয়ন মিয়াসহ ১৩ জন জাফলং বেড়াতে আসে। বিকেলের দিকে নয়নসহ কয়েকজন জিরো পয়েন্টে গোসলে নামে। একপর্যায়ে স্রোতের টানে নয়ন পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে।

জাফলং ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’’

ঢাকা/নূর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ