কোচ জোসে মরিনিওর ‘ব্যক্তিগত অধিকারে আক্রমণের’ অভিযোগে গ্যালাতাসারাইয়ের বিরুদ্ধে মামলা করেছে তুর্কি লিগের দল ফেনারবাচে। ক্লাবটির পক্ষ থেকে গতকাল এ খবর জানানো হয়।

গত সোমবার ‘ইস্তাম্বুল ডার্বি’তে মুখোমুখি হয় ফেনারবাচে–গ্যালাতাসারাই (০–০)। ম্যাচ শেষে ফেনারবাচে কোচ মরিনিওর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তোলে গ্যালাতাসারাই। প্রতিপক্ষের বেঞ্চ ‘বানরের মতো লাফাচ্ছিল’—এই মন্তব্য করার মধ্য দিয়েছে মরিনিও ‘স্পষ্টতই অমানবিক উপমা’ দিয়েছেন বলে ক্লাবটির পক্ষ থেকে বিবৃতিতে দাবি করা হয়।

আরও পড়ুনআবেদনময় ফুটবলারদের তালিকায় রোনালদো–এমবাপ্পে–বেলিংহাম তাঁর পেছনে ১৮ ঘণ্টা আগে

ফেনারবাচে তাদের কোচের বিরুদ্ধে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ক্লাবটির দাবি, মরিনিওর এই মন্তব্যকে ‘ইচ্ছাকৃতভাবে প্রাসঙ্গিকতার বাইরে নিয়ে বিকৃত করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’। গতকাল ফেনারবাচে জানিয়েছে, ৫২ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করে তারা আদালতে মামলা করেছে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কোচ জোসে মরিনিওর ব্যক্তিগত অধিকারে আক্রমণের পরিপ্রেক্ষিতে ফেনারবাচে স্পোর্টস ক্লাবের আইনজীবীরা গ্যালাতাসারাই স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ১৯ লাখ ৭ হাজার তুর্কি লিরা নৈতিক ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে।’ ফেনারবাচে ১৯০৭ সাল প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠা সালের সঙ্গে মিল রেখে নৈতিক ক্ষতিপূরণের অঙ্ক ধার্য করেছে ক্লাবটি।

জরিমানার মুখোমুখি হয়েছেন মরিনিও.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘যদি’ ‘কিন্তু’ ‘অথবা’ ছাড়াই ভুল সংশোধন করে নেব: হাসনাত আবদুল্লাহ

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া দলটির নেতারা ঘোষণা করেছেন, তারা অন্য কোনো দেশ নয়, তারা হবেন বাংলাদেশপন্থি।

দল গঠনের পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো।

স্ট্যাটাসে তিনি লেখেন, আমার বিশ্বাস কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনও করবো না। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না।

নিজেদের ভুলের দায় স্বীকার করে তিনি আরও লেখেন, যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনও ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’ কিন্তু’ ‘অথবা’ ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব।

গতকাল শুক্রবার ঘোষিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৭১ সদস্যের আহ্বায়ক কমিটিতে জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে ১০ জন এ দলের শীর্ষ পদে আছেন। কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে, মধ্য, ডান, বাম, শিবির, কওমিপন্থি এবং আদিবাসী ও ১৫ নারী স্থান পেয়েছেন।

শীর্ষ ১০ পদে রয়েছেন– আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এ ছাড়া কমিটিতে ১৬ যুগ্ম আহ্বায়ক, ৩২ যুগ্ম সদস্য সচিব, ১২ যুগ্ম মুখ্য সংগঠক, ৪৪ সংগঠক, ১৪ যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং ৪৩ সদস্য রয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ