কোচ জোসে মরিনিওর ‘ব্যক্তিগত অধিকারে আক্রমণের’ অভিযোগে গ্যালাতাসারাইয়ের বিরুদ্ধে মামলা করেছে তুর্কি লিগের দল ফেনারবাচে। ক্লাবটির পক্ষ থেকে গতকাল এ খবর জানানো হয়।

গত সোমবার ‘ইস্তাম্বুল ডার্বি’তে মুখোমুখি হয় ফেনারবাচে–গ্যালাতাসারাই (০–০)। ম্যাচ শেষে ফেনারবাচে কোচ মরিনিওর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তোলে গ্যালাতাসারাই। প্রতিপক্ষের বেঞ্চ ‘বানরের মতো লাফাচ্ছিল’—এই মন্তব্য করার মধ্য দিয়েছে মরিনিও ‘স্পষ্টতই অমানবিক উপমা’ দিয়েছেন বলে ক্লাবটির পক্ষ থেকে বিবৃতিতে দাবি করা হয়।

আরও পড়ুনআবেদনময় ফুটবলারদের তালিকায় রোনালদো–এমবাপ্পে–বেলিংহাম তাঁর পেছনে ১৮ ঘণ্টা আগে

ফেনারবাচে তাদের কোচের বিরুদ্ধে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ক্লাবটির দাবি, মরিনিওর এই মন্তব্যকে ‘ইচ্ছাকৃতভাবে প্রাসঙ্গিকতার বাইরে নিয়ে বিকৃত করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে’। গতকাল ফেনারবাচে জানিয়েছে, ৫২ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করে তারা আদালতে মামলা করেছে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের কোচ জোসে মরিনিওর ব্যক্তিগত অধিকারে আক্রমণের পরিপ্রেক্ষিতে ফেনারবাচে স্পোর্টস ক্লাবের আইনজীবীরা গ্যালাতাসারাই স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ১৯ লাখ ৭ হাজার তুর্কি লিরা নৈতিক ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে।’ ফেনারবাচে ১৯০৭ সাল প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠা সালের সঙ্গে মিল রেখে নৈতিক ক্ষতিপূরণের অঙ্ক ধার্য করেছে ক্লাবটি।

জরিমানার মুখোমুখি হয়েছেন মরিনিও.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৪৯তম বিসিএস থেকে নতুন সিলেবাস

বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করার কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী নভেম্বরে আসতে পারে ৪৯তম বিসিএস। এই বিসিএস থেকে নতুন সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম ও অন্য সদস্যরা। 

চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ৪৯তম বিসিএস থেকে যুগোপযোগী সিলেবাস হবে। নতুন সিলেবাস এমন হবে, যেন প্রার্থীরা বিশ্বের যেকোনো দেশে নিজেকে যোগ্য করে তুলতে পারেন। পিএসসি আরও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হবে।

পিএসসির সদস্য মো. নাজমুল আমীন মজুমদার বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাসগুলো নিয়ে গবেষণা করছি। সেগুলোর সঙ্গে মিলিয়ে নতুন সিলেবাস করা হচ্ছে। নতুন সিলেবাসে মুখস্থ করার বিষয় কম থাকবে। শুধু সিভিল সার্ভিস নয়, প্রার্থীরা যেন গ্লোবাল ক্যান্ডিডেট হতে পারেন, সব ধরনের কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন, সেভাবে সিলেবাস করা হচ্ছে।

পিএসসির আরেকটি সূত্র জানিয়েছে, ৪৯তম বিসিএসে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা থাকবে। তবে সিলেবাসের বিষয়গুলোতে পরিবর্তন আসবে।

সম্পর্কিত নিবন্ধ