দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৫১ শতাংশ।
শনিবার (১ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এতথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.
আরো পড়ুন:
আফতাব অটোমোবাইলসের ক্রেডিট রেটিং নির্ণয়
জাহিন স্পিনিংয়ের অর্ধবার্ষিকে লোকসান বেড়েছে
এর আগের সপ্তাহের (১৬ থেকে ২০ ফেব্রুয়ারি) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭৫ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করে ৯.৭১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমে ০.০৪ পয়েন্ট বা ০.৪১ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.০২ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.৪৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১০.১১ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে ১০.৪৬ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১১ পয়েন্টে, আর্থিক খাতে ১১.৭৫ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৩২ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ১২.৮৯ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৩.০৩ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৩.০৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.৬২ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৫.৫৩ পয়েন্টে, আইটি খাতে ১৮.০৩ পয়েন্টে, বিবিধ খাতে ১৮.৭৬ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৪৬ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ২৮.১৯ পয়েন্ট, পাট খাতে ২৯.১১ পয়েন্টে, ট্যানারি খাতে ৪০.৭২ পয়েন্টে এবং সিরামিক খাতে ১১৫.৭৮ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড এসইর প ই র শ ও প ই র শ ও কম
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ ফেব্রুয়ারি) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪.০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৫৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৩৩ পয়েন্ট কমে ১ হাজার ১৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.১৮ পয়েন্ট কমে ১ হাজার ৯২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১২৭ কোম্পানির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।
এদিন ডিএসইতে মোট ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯১১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২২.৪৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৮৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৭২ পয়েন্ট কমে ৯৫৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৩.০৩ পয়েন্ট কমে ১১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২১২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৮টি কোম্পানির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত আছে ৩৩টির।
দিনশেষে সিএসইতে ১০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক